মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুরে দখলবাজি শুরু করেছেন, বিএনপির নেতা পরিচয়ধারী সাইদুর রহমান নামে এক যুবক- এমনই অভিযোগ উঠেছে। এতে জনমনে তীব্র ক্ষোভ,অসন্তোষের সৃষ্টি হয়ে। এসব কর্মকাণ্ডের কারণে সাধারণের মাঝে বিএনপির ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। জানা গেছে,গত ০১ ফেব্রুয়ারি শনিবার সদর উপজেলার ছিঁলারচর আঙুল কাটা এলাকায়, রাস্তার পাশে সরকারি জমি দখল করে ভেকু দিয়ে পুকুর কাটছে ওই বিএনপি পরিচয়ধারী নেতা। পাশেই একটি মসজিদ।যে কোন বর্ষনে মসজিদটি ধসে পড়ার আশংকা রিয়েছে।অন্যদিকে সড়ক ধসে পড়তে পারে। কিন্তু মুসল্লিরা এ বিএনপির নেতার ভয়ে কিছু বলতে পারছে না- এমন তথ্যের ভিত্তিতে ২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে সরজমিনে নারী সাংবাদিক সুইটি আক্তার । তাকে দেখেই সাইদুর রহমান নামে বিএনপি নেতা পরিচয় ধারী- তেরে মারতে আসে এবং অশ্লীল ভাষা গালিগালজি করে ।
সাংবাদিক সুইটি জানান, তৎক্ষনাৎ এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরকারি মোবাইল ফোনে কল করে জানালে তিনি বলেন, আপনি ঐ খান থেকে চলে আসেন। থানায় লিখিত অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিব।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব,কে জানালে তিনি বলেন, রাস্তার পাশে সরকারি জায়গায় পুকুর কাটা এ বিষয় আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইদানিংকালে বিভিন্নভাবে জমির শ্রেনী পরিবর্তন হচ্ছে হরহামেশা।সরকার হাচ্ছে রাজস্ব। তবে এর প্রতিকার খুব কম।
Leave a Reply