1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
ইতালীয় যাবার পথে মাদারীপুরের রাজৈরে ১০ জন ও মুকসুদপুরে দুইজনের মৃত্যু, পরিবারের শোকের বন্যা - Madaripur Protidin
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মশাল মিছিল সারাদেশে বিপ্লবী ছাত্রদের উপর হামলা হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসে থাকবো না- বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি নেয়ামতউল্লাহ মাদারীপুরে ২৪.৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ ভাইবোনের লাশ উদ্ধার মাদারীপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর আমরা আর আমাদের সন্তানকে হারাতে চা্ই না- রাজৈরে “মানবপাচার প্রতিরোধে সচেতনতা সভা”য় মাদারীপুর পুলিশ সুপার ইতালীয় যাবার পথে মাদারীপুরের রাজৈরে ১০ জন ও মুকসুদপুরে দুইজনের মৃত্যু, পরিবারের শোকের বন্যা মাদারীপুরে দখলবাজিতে নেমেছে বিএনপি নেতা পরিচয় ধারী সাইদুর রহমান । মাদারীপুরে আইনজীবী সমিতির নির্বাচন । ১৫টি পদের মধ্যে বিএনপি পন্থী ১টি, সাধারন সম্পাদক পদসহ আওয়ামীপন্থীরা ১৪টি রাজৈরে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২৫ মাদারীপুরে আধিপত্য নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ৫

ইতালীয় যাবার পথে মাদারীপুরের রাজৈরে ১০ জন ও মুকসুদপুরে দুইজনের মৃত্যু, পরিবারের শোকের বন্যা

  • প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.১১ পিএম
  • ২৮৭ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে ১২ জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর ও মুকসুদপুর উপজেলায়। মামা-ভাগ্নেসহ নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে, এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা। আর নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।স্বচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালী পাড়ি জমাতে গিয়ে একসাথে রাজৈর উপজেলার ১০ ও মুকসুদপুরে দুই যুবকের মৃত্যু হয়েছে। এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

স্বজনরা জানায়, দালালদের খপ্পড়ে পড়ে গত পহেলা জানুয়ারি ইতালীর উদ্যেশে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার। তার সাথে মামা গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকনও যোগ দেন। গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভুমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় মামা আবুল বাশার ও তার ভাগ্নে টিটু। সোমবার সকালে মৃত্যুর খবর আসলে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

এই ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ ও মুকসুদপুরে দুইজনসহ ২৩ জনের লাশ উদ্ধার করে লিবিয়ার কোস্ট গার্ড। ভিটেমাটি বিক্রি করার পাশাপাশি চড়াসুদে টাকা এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষরক্ষা হলো না যুবকদের। এই ঘটনায় মূলহোতা রাজৈর হরিদাসদি গ্রামের স্বপন মাতুব্বর, মজুমদারকান্দির বেজেরবাড়ির এলাকার মনির শেখ ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলীপুরের রফিক দালাল, রাজৈর উপজেলার শ্রীরামপুর গ্রামের জুলহাস মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের মোল্লাদী গ্রামের শহিদ মোল্লা ও একই ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামের বাবু হাওলাদার । এই ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এর পাশাপাশি নিহতের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়েছে পুলিশ। আর নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে দুতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

থানা পুলিশ, জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা নিহতদের পরিচয় হলো, রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, গোবিন্দপুরের বাসিন্দা আক্কাস আলী আকনের ছেলে আবুল বাশার আকন, সুন্দিকুড়ি গ্রামের নীল রতন বাড়ৈ, সাগর বাড়ৈ, একই গ্রামের মহেন্দ্র নাথ বিশ^াসের ছেলে সাগর বিশ^াস, গোবিন্দপুরের ফিরোজ শেখের ছেলে ইনসান শেখ ও আশিষ কীর্তনীয়া, বৌলগ্রামের নৃপেন কীত্তনীয়ার ছেলে অমল কীত্তনীয়া, একই গ্রামের চিত্র সরদারের ছেলে অনুপ সরদার, শাখারপাড়র গ্রামের ফারুক মোল্লার ছেলে সজিব মোল্লা, সাতবাড়িয়ার রাজীব। এদিকে মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের মেহেদী শেখের ছেলে আশিক শেখ ও একই গ্রামের ওহাব খন্দকারের ছেলে সত্তার খন্দকার । সবার বয়স ২০-৩০ বছরের মধ্যে।

নিহত আবুল বাশারের বাবা আক্কাস আলী আকন বলেন, মনির হাওলাদার ও স্বপন মজুমদার এই দুই দালাল ২৮ লাখ নিয়েছে আমার ছেলেকে ইতালী পাঠানোর কথা বলে। কিন্ত আমার ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না। এই দালালদের কঠোর বিচার চাই।

টিটু হাওলদারের চাচাতো ভাই রেজাউল হাওলাদার বলেন, দালালে লোভ দেখাইয়া আমার ভাইকে এভাবে মৃত্যুর মুখে ফেলে দিবে কখনই তা ভাবতে পারিনি। দালালের কঠিন বিচার চাই। আর আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ করছি।
নিহত সত্তার খন্দকারের ভাই আবুল খায়ের জানান, ইতালি যাওয়ার জন্য অনেক ধার দেনা করে দালাল শহিদ

মোল্লাকে ১৬ লক্ষ ঠাকা দিয়েছি । কিন্তু আমার ভাই যে এ ভাবে মৃত্যুর মুখে দিবে তা কখনো ভাবিনি । আমি এই দালালের বিচার চাই । মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, ইতালী যাবার সময় লিবিয়ায় রাজৈর উপজেলার ১০ যুবক মারা গেছে বিভিন্ন সূত্রে জানা গেছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া প্রতিনিয়ত ওয়ারেন্টভুক্ত দালালদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মদ সজীব বলেন, নিহত ১০ জনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। দূতাবাসের মাধ্যমে ব্যবস্থা গ্রহনে এরই মধ্যে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!