অফিস রিপোর্ট: মাদারীপুরে ২৪.৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৮,সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প
র্যাব জানায়, এলিট ফোর্স র্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত উদ্ধার অভিযান দেশব্যাপী সমাদৃত। তারই ধারাবাহিকতায় র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা নজরদারী বৃদ্ধি এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে মাদারীপুর জেলার সদর থানাধীন মস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মেসার্স মাদারীপুর ফিলিং স্টেশন এর পাশ থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালে মাদারীপুর সদর থানাধীন খাগদী বাজার এলাকায় অবস্থানকালে ফেব্রুয়ারী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক বোঝাই পিকআপ নিয়ে ঢাকা থেকে বরিশাল শহরের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল ১৪:৩০ ঘটিকায় মাদারীপুর জেলার সদর থানাধীন মস্তফাপুর বাস স্ট্যান্ডের মেসার্স মাদারীপুর ফিলিং স্টেশন এর সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে চেক পোস্ট পরিচালনা করাকালে অনুমান ১৪:৪৫ ঘটিকার সময় একটি মিনি পিকআপ আসলে র্যাবের গাড়ি ও পোশাক পরিহিত র্যাব সদস্যদের দেখে পিকআপ এর চালক গাড়িটি ঘুরিয়ে ফিলিং স্টেশনের ভেতরে প্রবেশ করাকালে আভিযানিক দল পিকআপটি থামার সংকেত দেয়। তখন গাড়ির চালক ১। মোঃ আবু জাফর (২২), পিতা-আব্দুস সালাম শিকদার, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী ও চালকের সহকারী ২। মোঃ ছাইম জমাদ্দার (১৮), পিতা-খলিল জমাদ্দার, সাং-তেলিখালী, থানা-পটুয়াখালী সদর, জেলা-পটুয়াখালী দ্বয়কে পিকআপটি হঠাৎ ঘুরিয়ে পাম্পের অভিমুখে প্রবেশ করানোর কারন জিজ্ঞাসা করলে তারা উভয়ে এলোমোলো ও সন্দেহজনক কথাবার্তা বলতে থাকে। উক্ত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তাদের গাড়ির চাকার মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে গাঁজা পরিবহন করে নিয়ে যাচ্ছে। ধৃতব্যক্তিদ্বয়ের দেখানো মতে উপস্থিত সাক্ষী ও লোকজনের সম্মুখে জনৈক মোঃ এমদাদুল শিকদার এর সহায়তায় গাড়ির নিচে ঝুলানো অবস্থায় স্পেয়ার চাকার টায়ার খুলে স্কচটেপ দ্বারা মোড়ানো ০৬ (ছয়) টি পোটলা ও পেছনের ডান পাশের চাকার টায়ার খুলে তার মধ্যে হতে ০৭ (সাত) টি পোটলাসহ ১৩ টি পোটলায় সর্বমোট ২৪.৫ (চব্বিশ দশমিক পাঁচ) কেজি গাঁজা মূল্য অনুমান ৭,৩৫,০০০/-(সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা প্রাপ্ত হয়ে মাদকদ্রব্য গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে মামলা মূলে থানা পুলিশের নিকট আলামত ও আসামী হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply