টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। মাদারীপুরে রাজৈরে ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিক্ষক নেই । ফলে মুসলিম শিক্ষার্থীদেরা “ ইসলাম শিক্ষা” বই থেকে পাঠদান করেন হিন্দু শিক্ষকরা। এ কারনে শিশু শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা বইটির পাঠ গ্রহন নিয়ে শংকিত হয়ে পড়েছে অভিভাবকরা । পাশাপাশি “ ইসলাম শিক্ষা” বইটি শ্রেনী কক্ষে পাঠ দিতে গিয়ে বিড়াম্বনায় পড়েছে হিন্দু ধর্মালম্বী শিক্ষকরাও । আর শিক্ষক বদলীজনিত পদায়নে নানান কারসাজির কারনে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।। জেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান ওই স্কুলের সমস্যা নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে শীগ্রই সমস্য সমাধান হয়ে যাবে।
রাজৈর উপজেলার মুসলমান শিক্ষক বঞ্চিত ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে “ ৪২ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়” একটি। এ বিদ্যালয়টির কর্মরত সবকয়জন শিক্ষকই হিন্দু ধর্মালম্বী। ফলে একজন মুসলিম শিক্ষকের অভাবে মুসলিম শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা বইটি একজন হিন্দু শিক্ষক পড়াতে বাধ্য হচ্ছেন । ফলে মুসলিম ছাত্রছাত্রীরা ইসলাম শিক্ষা বই থেকে প্রকৃত পাঠ গ্রহনে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয় সুত্রে জানা যায়, এ বিদ্যালয়টিতে শিক্ষকের পদ ৬টি । একটি পদ শূন্য থাকায় প্রধান শিক্ষকসহ কর্মরত ছিল ৫জন। গত ৩০ জানুয়ারী প্রধান শিক্ষক (হিন্দু) অবসরে যাওয়ায় বর্তমানে শিক্ষক রয়েছে ৪ জন । ওই বিদ্যালয়ে একজন মুসলমান শিক্ষক পদায়ন করার জন্য বারংবার অনুরোধ করা সত্ত্বেও গত ১২ ফেব্রুয়ারী শূন্যপদে পুনরায় একজন হিন্দু শিক্ষক পদায়ন করায় ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও এমনকি শিক্ষকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়টিতে ছাত্র সংখ্যা ২০৬ জন। এর মধ্যে ইসলাম ধর্মাবলম্বী শিক্ষার্থী ৮৫ভাগ এবং হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী ১৫ ভাগ । একজন মুসলিম শিক্ষককের অভাবে মুসলিম ছাত্রছাত্রীরা ইসলাম শিক্ষা বই থেকে প্রকৃত পাঠ গ্রহনে বঞ্চিত হচ্ছে।
২০১৮সালের ডিসেম্বর থেকে এপর্যন্ত বিদ্যালয়টিতে কোন মুসলিম শিক্ষক পদায়ন করা হয়নি । শিক্ষকদের কেউ বদলি হয়ে গেলে বা কেউ অবসরে গেলেও বিভিন্ন কারিশমায় হিন্দু শিক্ষককেই পদায়ন করা হয়। ফলে ইসলাম শিক্ষা বইটি একজন হিন্দু শিক্ষক পড়াতে বাধ্য হন এবং সেই শিক্ষক বই পড়াতে গিয়ে বিব্রত বোধ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের এক হিন্দু ধর্মালম্বী শিক্ষক বলেন, আমরা বারংবার এ বিদ্যালয়ে নুন্যতম একজন মুসলিম শিক্ষককে পদায়ন করার জন্য সহকারি শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি। তা সত্ত্বেও এ সাত বছরে কোন মুসলিম শিক্ষক পদায়ন হয়নি। স্কুলে ইসলাম শিক্ষা বইটি পড়ানো মুসকিল হয়ে পড়েছে।
ওই এলাকার একজন অভিভাবক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট (সিগন্যাল) মাহবুব আলম জানান, আমি আজ কয়েক বছর ধরে এ বিদ্যালয়টিতে অন্তত একজন মুসলিম শিক্ষক পদায়নের অনরোধ করে আসছি। এমনকি গত ৯ ফেব্রুয়ারী উপজেলা শিক্ষা অফিসে গিয়ে অনুরোধ করলে শিক্ষা আফিসার আমাকে কথা দিয়েছিলেন- একজন মুসলিম শিক্ষক পদায়ন করবেন। কিন্তু তারপরেও এখানে একজন হিন্দু শিক্ষকই পদায়ন করলেন! তা হলে কি এ বিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের ইসলাম শিক্ষা বই থেকে প্রকৃতরুপে পাঠ গ্রহন হরন করা হচ্ছে?
রাজৈর উপজেলায় এরুপ আরো ৪১টি বিদ্যালয়ে কোন মুসলমান শিক্ষক নেই। বিশেষ সুবিধভোগী শিক্ষকরা বিভিন্ন উপায়ে উর্ধতন কমর্কর্তাদের সুদৃষ্টি নিয়ে সুবিধাজনক বিদ্যালয়ে তাদের পদায়ন বাগিয়ে নেয়ায় এ সংকটের সৃষ্টি হয়েছে ।
অফিস সুত্রে জানা যায়, রাজৈর উপজেলায় ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্তত ৪২টি বিদ্যালয়ে কোন মুসলমান শিক্ষক নেই।
এব্যপারে উপজেলা শিক্ষা অফিসার গুলশান আরা জানান, প্রাথমিকভাবে “ ৪২ নং খালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়”টিতে শীগ্রই একজন মুসলমান শিক্ষককে ডেপুটেশনে পদায়ন করা হবে। ।
জেলা শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান ওই স্কুলের সমস্যা নিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে শীগ্রই সমস্য সমাধান হয়ে যাবে।
Leave a Reply