রাজৈরে শিশুদের মুলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য শীর্ষক সেমিনার
মাদারীপুর প্রতিনিধি।মাদারীপুরের রাজৈরে শিশুদের মুলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও মাদারীপুর উপ পরিচালক বিশ্বজিত বৈদ্য নাদিম এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাহফুজুল হক, সহকারী পরিচালক আফজাল হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, শিক্ষা অফিসার গুলশানআরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম আক্তার, চেয়ারম্যান গোলাম ফারুক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার আবদুল মতিন প্রমুখ।শেষে ৫জন রোগীকে তাৎক্ষনিক আর্থিক সহায়তা করা হয় । অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল।