1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জেলার প্রথম নারী মেয়র নাজমার পথ চলা শুরু।সাবেক মেয়র দায়িত্ব বুঝিয়ে দিলেন। - Madaripur Protidin
শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৃহকর্তা  সৌদি, স্ত্রী কারা হেফাজতে । বাড়িতে দূর্ধষ চুরি, মালামাল লুটের অভিযোগ।  মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ

জেলার প্রথম নারী মেয়র নাজমার পথ চলা শুরু।সাবেক মেয়র দায়িত্ব বুঝিয়ে দিলেন।

  • প্রকাশিত : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১, ৪.০৬ পিএম
  • ৫৪৮ জন পঠিত

খোন্দকার আবদুল মতিন।

জেলার প্রথম নারী মেয়র নাজমার পথ চলার আজ প্রথম দিন।সাবেক মেয়র নবনির্বাচিত নারী  মেয়রের হাতে দায়িত্ব বুঝিয়ে দিলেন।এসময় কাউন্সিলরগন উপস্থিত ছিলেন।মজার বিষয় কাকতলীয়ভাবে যুক্তরাষ্টের নবনির্বাচিত  প্রেসিডেন্ট জো বাইডেন‘ও আজ বুধবার(২০-১-২১) দায়িত্ব বুঝে নিয়েছেন।

মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নাজমা রশীদকে (নৌকা প্রতীক) বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনার পর  সোমবার (১১-১-২১) সকাল ১০টায় শপথ নিয়েছেন । শপথ বাক্য পাঠ করিয়েছেন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। এছাড়াও এসময় সংরক্ষিত মহিলা আসনে, রাবেয়া বেগম আনারস,কোহিনূর বেগম,লাইজু বেগম ও সাধারণ কাউন্সিলর শেখ সাগর হোসেন উজির , আজিজুর রহমান হাওলাদার, মো বাবুল বাঘা, মহসিন ফকির,আহম্মদ কবিরাজ, আব্দুল্লাহ আল মামুন,মো মিজানুর রহমান, বাহাউদ্দীন মোল্লা, মো নুরে আলম শপথবাক্য পাঠ করেন।  বুধবার(২০-১-২১) নব নির্বাচিত রাজৈর পৌর মেয়র নাজমা রশিদের হাতে পৌর দায়িত্ব হস্তান্তর করলেন সাবেক মেয়র শামীম নেওয়াজ মুন্সী। এসময় কাউন্সিলরগন উপস্থিত ছিলেন্‌।এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা ও রাজৈর প্রেসক্লাব সভাপতি খোন্দকার আবদুল মতিন।

শুরু হলো মাদারীপুর জেলার মধ্যে প্রথম নারী মেয়র নাজমার পথ চলা । রাজৈর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও টেকেরহাট শহীদ সরদার শাজাহান গার্লস হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক  বুদ্ধিদীপ্ত এ নারী মেয়রের পিতা হারুন উর রশিদ মোল্লা রাজৈর উপজেলা পরিষদের পরপর দুইবার চেয়ারম্যান এবং ভাই আল-আমীন মোল্লাও পিতার পথ ধরে একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত  হয়েছেন।পৌরবাসীর আশা নারী মেয়রের ঘোষিত ইশতেহারে  ২১দফা বাস্তবায়ন করে   রাজৈর পৌরবাসীকে আরো সুখ সমৃদ্দির পথে এগিয়ে নিয়ে যাবেন। ৬ ডিসেম্বর রাজৈর ঈদগাহ ময়দানে নির্বাচনী পথসভায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য  জাহাঙ্গীর কবীর নানকের দেয়া ওয়াদা পুরুন করে তৃতীয় শ্রেনীর এ রাজৈর পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নতি করে দেবেন বলে পৌরবাসী আশা করছেন।

আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নাজমা রশীদ ৯৭৭৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমান বক্কর চামচ প্রতীক ৭৫৯৮ ভোট পেয়েছেন । ১০ডিসেম্বর /২০২০ বৃহস্পতিবার রাজৈর পৌরসভা অনুষ্ঠিত হয়।  এ পৌর নির্বাচনে ৭ জন মেয়র পদে , সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন এবং ৩২ জন সাধারন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দিতা করছেন। ৭জন মেয়র পদে প্রতিদন্দীর মধ্যে একজন ছিল বিএনপি দলীয়

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!