রাজৈর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈর উপজেলার দক্ষিন সীমান্তের গ্রামে প্রেমিকার বাড়ীর পাশে জাম গাছের ডালে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। উপজেলার কদমবাড়ি বাজারের বিকাশ ও ইলেক্ট্রনিক্স ব্যবসায়ি নিতাই বারুরীর(২৮) লাশ পাওয়া গেছে নিজবাড়ী হিজলবাড়ী এলাকা থেকে তিন কিলোকিলোমিটার দুরে ইকরাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুকুরপাড়ে জামগাছের ডালের সাথে গলায় দড়িবাধা ঝুলন্ত অবস্থায়। জানাযায়, আজ বৃহস্পতিবার ভোরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে নিতাই বারুরীর(২৮) লাশ শনাক্ত করে। এসময় গ্রামের শতশত লোক এ নির্মম দৃশ্য দেখতে জড়ো হয়। পরিবারের সদস্য প্রকাশ বারুরী জানায়, বুধবার দোকানদারী শেষে বাড়ীতে না এসে নিতাই বারুরী কদমবাড়ী বাজারের দোকানে রাতে ঘুমিয়েছিল । ধারনা করা হয় দুবৃত্তরা তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। সে হিজলবাড়ী গ্রামের সচীন বারুরীর ছেলে। ওসি শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর সঠিক কারন নির্নয়ে লাশ ময়না তদন্তে জন্য মাদারীপুর মর্গে পাঠানো হবে।
Leave a Reply