1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর দুমকী র‌্যাব এর অভিযানে ১৫,৩০,০০০ লক্ষ রেনু চিংড়ির পোনা জব্দ - Madaripur Protidin
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় র‌্যাব-৪ এর অভিযানে হাতেনাতে ২ জন গ্রেফতার রাজৈরে জামায়াতে ইসলামের বিশাল সমাবেশে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়া আহবান কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মাদারীপুরের ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীদের ঢল বসতবাড়ির খড়ের পালায় মাদক: র‌্যাব-৪ এর অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১ বরিশালে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামী গ্রেফতার

পটুয়াখালীর দুমকী র‌্যাব এর অভিযানে ১৫,৩০,০০০ লক্ষ রেনু চিংড়ির পোনা জব্দ

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুলাই, ২০২১, ২.৪১ পিএম
  • ৪০৪ জন পঠিত

পটুয়াখালীর দুমকী থেকে ১৫,৩০,০০০ লক্ষ রেনু চিংড়ির পোনা জব্দ করেছে র‌্যাব ৮

র‌্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ১৭ জুলাই পটুয়াখালী জেলার দুমকী থানায় অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার দুমকী থানার পাগলার মোড় এলাকায়  চিংড়ির রেনু পোনা ক্রয়/বিক্রয় করিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল লেঃ কমান্ডার জনাব  মোঃ শহিদুল ইসলাম এবং জনাব শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুমকী, পটুয়াখালীদ্বয় এর নেতৃতে সকাল ০৭:০০ ঘটিকা হতে  সকাল ০৯:৩০ ঘটিকা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫,৩০,০০০ লক্ষ  রেনু চিংড়ির পোনা জব্দ করা হয়। এসময় রেনু চিংড়ি পোনা ধরার অপরাধে আসামী  ১। মোঃ রিয়াজ (২৫), পিতা-মোঃ সিরাজ, সাং -দৌলাতখান, থানা-দেীলাতখান, জেলা-ভোলাকে ০২(দুই)মাস বিনাশ্রম কারাদন্ড, ২। মোঃ নুরনবী (৩৫), পিতা-আবু কালাম, সাং-চাচড়া, থানা-ভোলা সদর, জেলা- ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড, ৩। মোঃ রবু (৪১), পিতা-মোঃ মজিবুর , সাং-হাজারীগঞ্জ, থানা-রেফ্যাশন, জেলা-ভোলাকে ০১ (এক) মাস দিনের বিনাশ্রম কারাদন্ড, ৪। মোঃ সেলিম (৩০), পিতা-মোঃ বাসু সর্দার , সাং-চাচড়া, থানা-ভোলা সদর, জেলা-ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড  ৫। আরিফ হোসেন (২৫), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং-হাসননগর, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম ৬। মোঃ শফিকাল (৬২),পিতা- মৃত দেলোয়ার হোসেন,সাং-হাজিকান্দি,থানা-তজুমদ্দিন,জেলা- ভোলাকে ০২ (দুই) মাস বিনাশ্রম কারাদন্ড ৭। বাচ্চু (৪০),পিতা- সুলতান সাং-জাহানপুর,থানা-চরফ্যাশন,জেলা- – ভোলাকে ০২ (দুই) মাস বিনাশ্রম কারাদন্ড ৮।মোঃ কামাল (৩২),পিতা-মৃত সুলতান, সাং- কেয়ামোল্লা,থানা-তজুমদ্দিন,জেলা– ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড ৯। মোঃ জসিম (৩৮),পিতা- মৃত আঃ খালেক ,সাং উঃ দালালপুর,থানা- বোরহান,জেলা- ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড ১০। মোঃ মিজান (২২) পিতা-সিদ্দিক ,সাং-হাকিমুদ্দিন,থানা- বোরহানউদ্দিন ,জেলা-ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড ১১। মোঃ বেল্লাল (৩৩),পিতাÑ মৃত পুটি মিয়া সাং- পাটগাতি,থানা- টুঙ্গীপাড়া,জেলা-গোপালগঞ্জকে ০২ (দুই) মাস বিনাশ্রম কারাদন্ড ১২।মোঃ আবুল কালাম (৩৫),পিতা- মৃত আঃ রশিদ,সাং-টকর্রী,থানা- বোরহানউদ্দিন,জেলা-ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড,১৩।মোঃ রাকিব (২২) পিতা- মোঃ ইউসুফ ব্যাপারী,সাং- ভবানীপুর,থানা- ভোলা সদর,জেলা–ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড ১৪। মোঃ শফিক (৩৫) পিতা-মৃত শানু মিয়া,সাং-হাসননগর ,থানা-বোরহানউদ্দিন,জেলা- ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড,১৫।মোঃ ইউনুস (২৫),পিতা-মৃত সুলতান হাওলাদার,সাং-উঃ চাচড়া,থানা-তজুমদ্দিন,জেলা-ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড,১৬।মোঃ শাহীন(২০),পিতা-মোঃ রওশন হাওলাদার,সাং-টকবি,থানা- বোরহানউদ্দিন,জেলা-ভোলাকে ০১(এক)মাস বিনাশ্রম কারাদন্ড,১৭। মোঃ জিয়া (৩৫),পিতা- মোঃ বাগন আলী, সাং- ধনিয়া,থানা- ভোলা সদর,জেলা-ভোলাকে ০১ (এক)মাস বিনাশ্রম কারাদন্ড ১৮। মোঃ সাইফুল ইসলাম (৫০),পিতা- খয়বর ইসলাম, সাং- আদারিয়া,থানা- নাটোর সদর, জেলা-নাটোরকে ৫০০/-টাকা সহ সর্বমোট ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতে এবং  শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা নির্বাহী অফিসার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুমকী, পটুয়খালী মোবাইল কোর্ট পরিচালনা করেন। আটককৃত প্রত্যেককে দন্ড বিধি ১৮৬০ এর ১৮৯ ধারা মোতাবেক কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!