1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolutionbd@gmail.com : support :
রাজৈরে উপজেলা আওয়ামীলীগ কমিটি পুনর্গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন - Madaripur Protidin
শনিবার, ০৪ মে ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকের বসতঘরে অগ্নিসংযোগে ৮টি ছাগলসহ মালামাল লুট আশলিয়া থেকে বিপুল পরিমান জালনোট উদ্ধার তিউনিসিয়া থেকে আড়াই মাস পর দেশে এসেছে ৮ বাংলাদেশির লাশ। রাজৈর ও মুকসুদপুরের গ্রামের বাড়ীতে লাশ দাফনের প্রস্তুতি রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত । একজন আহত পিরোজপুরে সোহাগ হত্যা মামলার দুইজন পলাতক আসামী গ্রেফতার। মাদারীপুরে খাদে পড়ে থ্রি-হুইলারের চালকসহ নিহত ২ গাজীপুরের কাশিমপুর থেকে ডাকাত সর্দার জুয়েল’কে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার রাজৈরে দুর্বৃত্তদের বিষে মরলো ৩ লক্ষ টাকার মাছ মাদারীপুরের শিবচর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিজয়ের পথে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে স্বামীর আকুতি

রাজৈরে উপজেলা আওয়ামীলীগ কমিটি পুনর্গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি।
দীর্ঘ ২৫বছর পর সম্মেলন না করে অবৈধ ভাবে মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা ও সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে রাজৈর উপজেলা আওয়ামীলীগের ৭১ বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় । শনিবার সকাল ১০টার দিকে উপজেলা আওয়ামীলীগ অফিসে বর্ধিত সভা আহবান করে ওই কমিটি ঘোষনা করে উপজেলা আওয়ামীলীগ। সেই সভায় ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করার কয়েক ঘন্টা পর রাজৈর সদরে অবস্থিত আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এম.পি‘র বাসায় তারই সমর্থিত আওয়ামীলীগের একটি অংশ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ।

সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ রাজৈর প্রতিনিধি আ.ফ.ম ফুয়াদ বলেন, পুরানো ৫১ সদস্য বিশিষ্ট কমিটির বিভিন্ন পদে ২৩জন সদস্য ইতোপূর্বে মারা গেছে । এই মৃত ২৩ জন সদস্যের বিপরীতে মাত্র তিনজনকে কো-অপ্ট সদস্য করার কথা ছিল । কিন্তু জেলা আওয়ামলীগের সভাপতি ও সেক্রেটারী সেই নির্দেশনা উপেক্ষা করে মৃত ২৩ সদস্যের বিপরীতে ২৩ সদস্যসহ আরও ২০জনকে কো-অপ্ট সদস্য করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন ও ঘোষনা দিয়ে আমাদের সাথে প্রতারনা করেছে ।

আমরা এই ঘোষিত কমিটির তীব্র প্রতিবাদ জানাই এবং ওই কমিটি সম্মেলনের মাধ্যমে পুনর্গঠনের আহবান জানাচ্ছি । এসময় আরও বক্তব্য রাখেন, বর্তমান কমিটির সহ-সভাপতি সাহাবুদ্দিন সাহা, কার্যকরী সদস্য সালাম মাষ্টার, মিজানুর রহমান বাদশা, দেলোয়ার শরীফ ও আবু আলেম শরীফ প্রমুখ ।

এব্যাপারে উপজেলার আওয়ামলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জমিরউদ্দিন খান বলেন, কোন প্রতারনা নয় । আমরা প্রথমে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি করে কেন্দ্রে পাঠিয়েছিলাম। কিন্তু কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পরে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি করে কেন্দ্রে পাঠিয়েছি । ওই কমিটি কেন্দ্র অনুমোদন দিয়েছে । জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা এব্যাপারে বলেন, প্রতারন নয়- দলের নতুন গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে ।

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION