1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর শিবচরের   প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার অভিযুক্ত ধর্ষক এসকেন্দার ফরাজী  গ্রেফতার। - Madaripur Protidin
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার গৃহকর্তা  সৌদি, স্ত্রী কারা হেফাজতে । বাড়িতে দূর্ধষ চুরি, মালামাল লুটের অভিযোগ।  মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

মাদারীপুর শিবচরের   প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার অভিযুক্ত ধর্ষক এসকেন্দার ফরাজী  গ্রেফতার।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫.০৪ পিএম
  • ৩৭৪ জন পঠিত

অফিস রিপোর্ট ঃমাদারীপুর শিবচরের বহুল আলোচিত প্রতিবন্ধী কিশোরী ধর্ষন মামলার অভিযুক্ত ধর্ষক এসকেন্দার ফরাজী র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের হাতে গ্রেফতার হয়েছে।

র‍্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে  ২৭ ডিসেম্বর   রাত ১২.৩০ ঘটিকায় শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে জাজিরা থানাধিন সেনেরচর ইউনিয়ন, ৪নং ওয়ার্ড জনৈক মোঃ জলিল মাদবর (৪৫), পিতা- আমজাদ মাদবর এর বাড়ী হতে গ্রেফতার করে। শরিয়তপুর জেলার জাজিরা থানার  মামলা নং-১৩, তারিখঃ ১৩/১২/২০২২ ইং ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) এজাহার ভুক্ত ধর্ষন মামলার পলাতক আসামী এসকেন্দার ফরাজী (৫২), পিতাঃ হাসেম ফরাজী, সাং- মুজাফফরপুর রাঢ়ী কান্দি, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর কে  আটক করে।

ঘটনার বিবরণে জানাযায় উক্ত মামলার ভিকটিম তামান্না আক্তার (২০) একজন মানষিক প্রতিবন্ধি। মাদারীপুর জেলার শিবচর থানাধীন মুজাফফরপুর রাঢ়ীকান্দি গ্রামে জনৈক মোস্তফা দেওয়ান (৫০) পিতা- বাদশা দেওয়ান এর সাথে  তামান্না আক্তার এর অনুমান ০২ (দুই) বছর পূর্বে ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। বিবাহের পর থেকে সে তার স্বামীর বাড়ীতে থাকে। আসামী এসকেন্দার ফরাজী (৫২) ও তার স্বামী একই বাড়ীতে বসবাস করার সুবাদে আসামী বিভিন্ন সময় বিভিন্ন অযুহাতে ভিকটিম তামান্না আক্তার এর স্বামীর দোচালা টিনের বসত ঘরে আসা যাওয়ার সুযোগে ভিকটিম তামান্না আক্তার কে কু-স্তাব দিতো।

গত ০৭/১২/২০২২ ই তারিখে সন্ধ্যা   ভিকটিমের স্বামী চা খাওয়ার জন্য মোজাফফরপুর বাজারে যায়। একই তারিখ রাত অনুমান ০৮.০০ ঘটিকায় আসামী এসকেন্দার ফরাজী (৫২) ভিটিমের বাড়িতে এসে তার স্বামীকে খোঁজাখুজি করে। ভিকটিম তখন জানায় যে তার স্বামী বাজারে গেছে এই সুযোগে আসামী ভিকটিম তামান্না আক্তারকে ভয়ভীতি দেখিয়ে তার স্বামীর বসত ঘরে প্রবেশ করিয়া ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের স্বামী মোস্তফা দেওয়ান বাজার থেকে বসত ঘরের সামনে আসলে আসামী এসকেন্দার ফরাজী (৫২) টের পাইয়া ঘর থেকে বাহির হয়ে দৌড়ে পালিয়ে যায়।

এই ঘটনা পত্রপত্রিকা, সোসাল মিডিয়া, টিভি মিডিয়া সহ সর্বত্র ব্যাপকভাবে আলোচিত হয়। এই ঘটনার প্রতিবাদে সর্বত্র একটি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটবা র‌্যাব ৮(মাদারিপুর ক্যাম্প) এর নজরে আসলে ছায়াতদন্ত শুরু করা হয় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। ভিকটিমের মা মধুমালা বেগম (৪০), বাদী হয়ে মাদারাীপুর জেলার শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায়  র‌্যাব ৮(মাদারিপুর ক্যাম্প) র‌্যাব গোয়েন্দা বিভাগের সহযোগিতায় শরিয়তপুরের জাজিরা থেকে পলাতক ধর্ষক এসকেন্দার ফরাজীকে গ্রেফতার করে। আটককৃত আসামীকে মাদারীপুর জেলার শিবচর থানা পুলিশ এর নিকট জিডি মুলে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!