1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
ঢাকার দারুস সালাম থেকে বিভিন্ন বাহিনীতে চাকুরি দেবার নামে প্রতারণাকারী চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার গৃহকর্তা  সৌদি, স্ত্রী কারা হেফাজতে । বাড়িতে দূর্ধষ চুরি, মালামাল লুটের অভিযোগ।  মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

ঢাকার দারুস সালাম থেকে বিভিন্ন বাহিনীতে চাকুরি দেবার নামে প্রতারণাকারী চক্রের মূলহোতাসহ ২ জন গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১০.৪০ এএম
  • ৩২৮ জন পঠিত

অফিস রিপোর্টঃ ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন এলাকা থেকে বিভিন্ন বাহিনীতে চাকুরি দেবার নামে প্রতারণাকারী চক্রের মূলহোতাসহ ২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

এলিট ফোর্স হিসেে বর‌্যাব আতœপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশেরম সকল ম নাগরিকের ম নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণারমাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাবসদাতৎপর।

র‌্যাব জানায়,  এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে  ১২জানুয়ারি  সন্ধ্যায় ঢাকা মহানগরীর দারুসসালাম থানাধীন এলাকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের মূলহোতাসহ মোঃ নুর আলম (৬০), জেলা- বাগেরহাট ও  ওয়াজিয়ার রহমান @ বাবুল (৫২), জেলা- বাগেরহাট  ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবদে ধৃতআসামীরা তাদের কৃত অপরাধ স্বীকার করেছে। তারা প্রতারণা মূলকভাবে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকাআত্মসাৎ করেছে, গ্রেফতারকালে তাদের কাছে ভুয়া নিয়োগপত্র, ফাঁকা চেকসহ জালিয়াতির কাজে ব্যবহৃত অন্যান্য সামগ্রী পাওয়া যায়।
আসামীদের জিজ্ঞাসাবাদে জানাযায় তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। আসামী রা জাল জালিয়াতির মাধ্যমে ভূয়া ও নকল কাগজপত্র , ভুয়া নিয়োগপত্র তৈরী ও হেফাজতে রাখে। পরবর্তীতে উচ্চ বেতনের চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থানেরঅসহায় বেকার যুবকদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে নগদ লক্ষ লক্ষ টাকা অগ্রীম গ্রহন করে ভুয়া নিয়োগপত্র প্রদান করে। এই প্রতারক চক্রের রয়েছে কিছু পেইড এজেন্ট যারা বেকার ও শিক্ষিত যুবকদের কাছে নিজেরা চাকরি পেয়ে উপকৃত হয়েছে বলে ভুক্ত ভোগীদের আস্থা অর্জন করে।

উক্ত প্রতারক চক্র কোন বাহিনীর সদস্য না হয়েও বিভিন্ন সরকারী বাহিনীর সদস্য হিসাবে পরিচয় দিয়ে দীর্ঘদীন যাবৎ পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে বিভিন্ন বাহিনিতে সহ সরকারি-বেসরকারি চাকুরী দেওয়ার নাম করে দেশের বিভিন্ন স্থানের সাধারন ও নিরীহ লোকজনকে প্রলুব্ধ করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছিল। প্রতারিত লোকজন টাকা দেওয়ার পর ও চাকরিতে নিয়োগ না পেয়ে প্রতারকদের কাছে টাকা ফেরত চাইলে তারাটাকানা দিয়ে মারধরসহ বিভিন্নভাবে প্রাণনাশের হুমকিদিয়েআসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এই প্রতারক চক্রের সদস্যরা ক্রমাগততাদের অবস্থান পরিবর্তন করে আসছিলো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!