1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
র‌্যাব-৪ পৃথক অভিযানে অভিযানে মোট ১৯,৭৩১ কেজি চোরাই রডসহ আন্তঃজেলা রড চোর চক্রের ২ জন মূলহোতাসহ ৮ জনকে গ্রেফতার - Madaripur Protidin
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার গৃহকর্তা  সৌদি, স্ত্রী কারা হেফাজতে । বাড়িতে দূর্ধষ চুরি, মালামাল লুটের অভিযোগ।  মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

র‌্যাব-৪ পৃথক অভিযানে অভিযানে মোট ১৯,৭৩১ কেজি চোরাই রডসহ আন্তঃজেলা রড চোর চক্রের ২ জন মূলহোতাসহ ৮ জনকে গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.০১ পিএম
  • ৩৪৯ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৪ এর পৃথক অভিযানে রাজধানীর দারুস সালামসহ দেশের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে মোট ১৯,৭৩১ কেজি চোরাই রডসহ আন্তঃজেলা রড চোর চক্রের ০২ জন মূলহোতাসহ ০৮ জনকে গ্রেফতার; রড পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ।

র‌্যাব জানায়, র‌্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও চোরচক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।

গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থেকে রড নিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকায় ১৩ টন রড নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সম্পূর্ণ রড চুরি হয়ে যায়। উক্ত ঘটনায় মালিকপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় একটি চুরির মামলা দায়ের করেন। র‌্যাব-৪ উক্ত রড চুরির ঘটনার রহস্য উদঘাটন ও আসামীদের গ্রেফতারে ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর পৃথক আভিযানিক দল ১০ ফেব্রুয়ারি রাতে ফরিদপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী এলাকায় অভিযান পরিচালনা করে ৫,৭৩১ কেজি চোরাই রড উদ্ধারপূর্বক আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ ৪ জন সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয় গ্রেফতারকৃতরা হলো মোঃ ছোটন মিয়া (২২), জেলাঃ নারায়নগঞ্জ, মোঃ মোশাররফ হোসেন (২০), জেলাঃ নরসিংদী, মোঃ নাসিম (১৮), জেলাঃ নরসিংদী ও মোঃ শহিদুল ইসলাম (৫৩), জেলাঃ ফরিদপুর।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী মোঃ ছোটন চোর চক্রের মূলহোতা এবং তার চক্রে রয়েছে কয়েকজন সক্রিয় সদস্য। সে তার সহযোগী মোশাররফ, নাসিম ও শহিদুলের যোগসাজশে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থেকে রড নিয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকায় যাওয়ার পথিমধ্যে ফরিদপুর জেলার সদরপুর থানা এলাকার একটি দোকানে সমুদয় রড বিক্রি করে সম্পুর্ন টাকা আত্মসাৎ করে।

এছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিদের নিকট থেকে অভিযোগ পাওয়া যায় যে, কারখানা হতে ট্রাকযোগে রড এক জেলা হতে অন্য জেলায় পরিবহনকালে পথিমধ্যে ট্রাক হতে আংশিক রড খোয়া যায়, এমনকি মাঝেমাঝে ট্রাকের ড্রাইভার ও হেলপার মিলে সম্পূর্ণ রড গায়েব করে ফেলে। উক্ত অভিযোগটি ছায়া তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, চোরাই রড বোঝাই একটি বড় ট্রাক নির্দিষ্ট গন্তব্যস্থলে না গিয়ে চোরাইভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎ করার জন্য দারুস সালাম এলাকায় অবস্থান করছে যার প্রেক্ষিতে র‌্যাব-৪ এর পৃথক আভিযানিক দল ১২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাতে দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করে ১৪,০০০ কেজি চোরাই রড উদ্ধারপূর্বক আন্তঃজেলা চোরচক্রের মূলহোতাসহ নিম্নোক্ত ০৪ জন সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয় গ্রেফতারকৃতরা হলো

মোঃ রাসেল (২৮), জেলাঃ নারায়নগঞ্জ, মোঃ আহাদ কাজি (২৪), জেলাঃ পিরোজপুর, মোঃ আওয়াল (৩০), জেলাঃ নারায়নগঞ্জ ও মোঃ হামিদ (২৮), জেলাঃ শরিয়তপুর।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত চোর চক্রের মূলহোতা রাসেল এবং তার চক্রে রয়েছে বেশ কয়েকজন সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন রড কারখানা হতে বিভিন্ন জেলায় ক্রেতাদের নিকট বিক্রয়লব্ধ রড পরিবহনের সময় নির্জন স্থানে ট্রাক থামিয়ে আংশিক এবং কিছু কিছু সময় সম্পুর্ন রড চুরি করে আসছিল। তাদের এই চুরির ফলে দেশের সম্ভাবনাময় এই শিল্প আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ এবং অনেক প্রতিষ্ঠান বিলুপ্তি হওয়ার সম্মুখীন। ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!