টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা। ২৩ ও ২৪ চক্রের ভিডব্লিউবি সুবিধা ভোগীদের মধ্যে কার্ড বিতরন ও আইজিএ প্রকল্পের বিউটিফিকেশন ও ফ্যাশন ডিজাইন ট্রেডের প্রশিক্ষনার্থী ১০০ জনের প্রতিজনকে ১২ হাজার টাকার করে চেক ও ১৬৯৮ টি ভিডব্লিউবি কার্ড ১১ টি ইউনিয়নে বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার রাজৈর মহিলা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কার্ড ও চেক বিতরন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। উপজেলা নির্বাহী অফিসার আনিসুজ্জামান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাজাহান খান এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন চৌধুরী, ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল ও মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কনা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য প্রতিনিধি, আফম ফুয়াদ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের (একাংশ)আহবায়ক, সাহাবুদ্দিন সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি, মাদারীপুর জেলা পরিষদের সাবেক সদস্য, নুরজাহান পারুল, রাজৈর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, পল্লবী হাসান, বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ হালিম ফকির, বদরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ গোলাম ফারুক, পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান মোল্লা,খালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, হামিদুল সাহা আলম , রাজৈর পৌর যুবলীগের আহ্বায়ক, রেজওয়ানুল হক রেদন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও রাজৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উপকার ভোগী গন।
পরিশেষে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি উপকার ভোগীদের, ভিডব্লিউবি কার্ড ও আইজিএ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের ভাতা বিতরণ করেন।