মাদারীপুর, ১২ আগস্ট ২০২৫(মঙ্গলবার):‘‘টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুব বান্ধব রাষ্ট্র ব্যবস্থা’’Ñএই প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ বিশেষ গুরুত্বের সঙ্গে উদ্যাপন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি),মাদারীপুর। অনুষ্ঠানের শুরুতে সনাক কার্যালয় থেকে পৌরসভার সামনের সড়ক দিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং মাদারীপুরশহরস্থ প্রেসক্লাব এর সামনে মূল সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত র্যালি ও মানববন্ধনে সনাক, ইয়েস ও এসিজি সদস্য, স্কাউটস, শিক্ষার্থী, শিক্ষক, প্রকৌশলী, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বেসরকারী সংস্থা, যুব প্রতিনিধি, সাংবাদিক এবং সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ ও সাধারণ নাগরিকসহ প্রায় ৭০ জন (নারী: ২২জন) অংশগ্রহন করেন।
বাংলাদেশের স্বাধিকার আন্দোলন তথা জন মানুষের মুক্তি ও অধিকার আদায়ের প্রতিটি পরতে তরুণরাই মুখ্য ভূমিকা পালন করেছে। যার সর্বশেষ উদাহরণ তারুণ্যের নেতৃত্বে পরিচালিত বৈষম্য বিরোধী আন্দোলনে কর্তৃত্ববাদের পতন। যা শুধু জাতীয় নয়, বৈশ্বিক পর্যায়েও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সঙ্গত কারণেই তারুণ্যের এই শক্তি ও আদর্শকে ধরে রাখতে,জাতীয় ও স্থানীয় উভয় পর্যায়ে তাদের কণ্ঠস্বর উপেক্ষা করার কোনোসুযোগ নেই। তবে বাংলাদেশের তারুণ্যের কণ্ঠে হতাশার সুর, উপেক্ষার অভিমান ক্রমশতীব্র হয়ে উঠছে। রাজনৈতিক সদিচ্ছা, দৃষ্টিভঙ্গিগত সংকীর্ণতা ও কাঠামোগত বৈষম্যের কারণে সমাজের নীতিনির্ধারণ-প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ ব্যাহত হচ্ছে। তাই তরুণদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও সুশাসিত বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের সম্পৃক্ততা নিশ্চিতই হোক আন্তর্জাতিক যুব দিবস-এ সকলেইএই অঙ্গীকার ব্যক্ত করেন।উল্লেখ্য, ১৯৯১ সালে অষ্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের বিশ^ যুব ফোরামে অংশগ্রহণ কারী তরুণদের দাবির প্রেক্ষিতে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের“ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টারস রেসপন্সিবল ফর ইয়ুথ”Ñএ ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালনের প্রস্তাব করা হয়। ১৯৯৯ সালেজাতিসংঘেরসাধারণ পরিষদ প্রস্তাবটির প্রতি সমর্থন জানায়। এরই ধারাবাহিকতায় ২০০০ সাল থেকে জাতিসংঘের উদ্যোগে ১২ আগস্ট ‘‘আন্তর্জাতিক যুব দিবস’’হিসেবে উদ্যাপন করা হয়। এ বছর আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্যÑ””Local Youth Actions for the SDGs and Beyond” যার মূল বার্তা হচ্ছে Ñএসডিজি বাস্তবায়নে স্থানীয় তরুণদের অংশগ্রহণ ও উদ্ভাবনী উদ্যোগের অগ্রাধিকার। অন্যদিকে বাংলাদেশ “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”প্রতিপাদ্যে এবারই প্রথম আন্তর্জাতিক যুব দিবসের সঙ্গে একই দিনে জাতীয় যুব দিবস পালন করছে।
মানববন্ধনের বক্তব্যে খান মো: শহীদ,সভাপতি,সনাক, মাদারীপুর,আন্তর্জাতিক যুব দিবস-২০২৫উদযাপন এর গুরুত্ব তুলেধরে বলেন, এদেশের বিভিন্ন পট পরিবর্তনে তরুনরাই সর্বাগ্রে এগিয়ে এসেছে, তারা অকাতরে জীবন উৎসর্গ করেছে। কিন্তু দুঃখের বিষয়,আমরা এখনও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই।আজ সময় এসেছে যুবদের সুসংগঠিত করা, তাদের আইনগত অধিকার নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা করা,সর্বোপরি রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় তাদের অংশগ্রহণ ও বিকাশের জন্য ভালো পরিবেশ নিশ্চিত করা। সভায় সনাক সদস্য মমতাজ হক, কুমার লাভলু ও ইয়েস দলনেতা কামরুল হাসানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দেলনে যুবদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা উঠে আসে। বক্তাগণ সমাজের সর্বস্তরে যুবদের অংশগ্রহণের মধ্য দিয়ে যুব বান্ধব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের পথ নির্দেশনামূলক ভাবনা তুলে ধরেন।
উল্লেখ্য, টিআইবির উদ্যোগে চলমান দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের অন্যতম চালিকা শক্তি তরুণ ও যুবসমাজ। তাই প্রতি বছরের মতো টিআইবি‘‘টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুব বান্ধব রাষ্ট্রব্যবস্থা’’Ñএই প্রতিপাদ্যে আন্তর্জাতিক যুব দিবস বিশেষ গুরুত্বের সঙ্গে উদ্যাপন করছে। সারাদেশের ৪৫টি সনাকঅঞ্চলে ও ঢাকার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ডসাপোর্ট (ইয়েস) প্ল্যাটফর্মের মাধ্যমে সচেতনতা ও প্রচারণামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানের শেষান্তে সনাক মাদারীপুরের সহসভাপতি আন্না আক্তার সম্ভাবনাময় যুব জনগোষ্ঠীকে জাতীয় অর্জনের মূল চালিকা শক্তি বিবেচনা করে দিবসটি উপলক্ষে টিআইবি ও এর তরুণ অংশীজনদের উত্থাপিত নিম্নোক্ত সুপারিশসমূহ তুলে ধরেণÑ
১. বৈশি^ক অগ্রগতি ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই বাংলাদেশ বিনির্মাণে সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট যুব কৌশল প্রণয়ন করতে হবে এবং স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে;
২. তরুণদের স্থানীয় উন্নয়ন-প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিকভাবে স্থানীয় সরকার ব্যবস্থায় পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে (যেমনÑওয়ার্ড কমিটি, পৌরসভা, ইউপি পরিষদে প্রতিনিধি হিসেবে তরুণদের অন্তর্ভুক্তি); ইউথ অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করে স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে;
৩. রাজনৈতিক দলেরছাত্র ও যুবশাখার দৃষ্টিভঙ্গি ও কাঠামোগত মানসিকতা পরিবর্তন করে তরুণদের বাস্তব প্রত্যাশা ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের কমিটিগুলোতে তরুণদের যথাযথ সংখ্যায় ও অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে;
৪. রাজনৈতিক দলের কর্মসূচি ও নীতিগত এজেন্ডায় শিক্ষা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি, লৈঙ্গিক সমতা, মাদক প্রতিরোধ ইত্যাদি যুব কেন্দ্রিক অগ্রাধিকারপূর্ণ ইস্যু অন্তর্ভুক্ত করতে হবে। প্রান্তিক, গ্রামীণ, সংখ্যালঘু ও বৈচিত্র্যময় পরিচয় বহনকারীদের যুব সমাজের অন্তর্ভুক্তি ও প্রতিনিধিত্বকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে;
৫. স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি, প্রশাসন ও তরুণদের মধ্যে সংযোগ স্থাপন এবং যৌথ কর্মসূচির মাধ্যমে অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। তরুণদের সঙ্গে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে রাজনৈতিক দলগুলোর উপস্থিতি ও জবাবদিহি মূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে;
৬. আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী তরুণ জনগোষ্ঠীকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত ও কারিগরি ভাবে দক্ষ করে তুলতে হবে;
৭. আর্থিকভাবে অসচ্ছল ও নারী শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনার মাধ্যমে নিরবচ্ছিন্ন দক্ষতা বৃদ্ধি মূলক শিক্ষা গ্রহণ নিশ্চিত করতে হবে;
৮. জাতিসংঘের সুপারিশ অনুয়ায়ী শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে; স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষ প্রণোদনার মাধ্যমে যে-সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাত থেকে তরুণরা কর্মহীন হয়েছে, সেগুলো চালুর উদ্যোগ নিতে হবে;
৯. তরুণদের মধ্যে উদ্যোক্তা বিকাশের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে হবে। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প পেশার (যেমন সবুজ দক্ষতা নির্ভর আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং) জন্য কর্মহীন তরুণ ও নতুন গ্র্যাজুয়েটদের প্রস্তুত করার উদ্যোগ নিতে হবে;
১০. সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জনবল কাঠামোতে দক্ষতার আলোকে প্রযোজ্য পরিবর্তন আনতে হবে এবং সকল চাকুরিতে নিয়োগ-প্রক্রিয়া দুর্নীতিমুক্ত এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম-প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে।