মাদারীপুর প্রতিনিধি ॥
বিশিষ্ট সাংবাদিক ও কবি, দৈনিক বাংলা, ভোরের কাগজ ও প্রথম আলো পত্রিকার মাদারীপুরের সাবেক জেলা প্রতিনিধি, মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সন্দীপন সাহিত্য-সংস্কৃতি সংসদের সভাপতি, মাদ্রা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান (৭৭) রবিবার (২৮সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার কুলপদ্বী তার নিজ বাস ভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে (ইতালি প্রবাসী), এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। বাদ আছর মরহুমের নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে মাদ্রার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।