মাদারীপুর প্রতিনিধি।
মাদারীপুর সদর উপজেলায় কাবিখা ও কাবিটা প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং জাজিরা থানার সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে যাতায়াতের জন্য এডিপি প্রকল্পের অর্থায়নে কালভার্ট সেতু নির্মাণ করার অভিযোগের ভিত্তিতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, মাদরীপুর এর চৌকশ টিম। অভিযানকালে মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বক্তব্য গ্রহণ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট মাদারীপুর সদর উপজেলার সকল ইউনিয়নে কাবিখা, কাবিটার ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থ বছরের বরাদ্দ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ছয়না গ্রামে পাথরিয়া পাড় রাস্তা সংলগ্ন ৯ মিটার দৈর্ঘ্য কালভার্ট সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কেবল ১ টি বাড়ির জন্য এডিপি এর অর্থায়নে ৩২ লক্ষ টাকা সরকারি বরাদ্দ দেয়া হয় এবং কালভার্ট নির্মাণ করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিমের নিকট উক্ত কালভার্ট কোন প্রকার জনস্বার্থে নির্মাণ হয়েছে মর্মে প্রতীয়মান হয় নি। কেবল ব্যক্তি স্বার্থে উক্ত কালভার্ট নির্মাণ আইনের ব্যত্যয় এবং ক্ষমতার অপব্যবহার হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এছাড়াও পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মোল্লা এর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম।
অভিযানে নেতৃত্বদানকারি সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, সংশ্লিষ্ট বিষয়ে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।