মাদারীপুর প্রতিনিধি। মাদারীপুরের রাজৈরে তরমুজ বোঝাই পিকআপ ট্রাক ডাকাতির পর রাজৈর থানা পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে ৩০ সেপ্টেম্বর রাতে গাজীপুরের জয়দেবপুর থেকে ডাকাতি হওয়া ট্রাক উদ্ধার ও চার ডাকাত গ্রেপ্তারসহ এ ডাকাতি কাজে অংশগ্রহণকারি আরো ৯ ডাকাতকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর রাতে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর থানাধীন গঙ্গাবরদী নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে। আজ দুপুরে রাজৈর থানা অফিস প্রেস ব্রিফিং করে এ তথ্য প্রকাশ করেন শিবচর সার্কেল এএসপি(রাজৈর-শিবচর) মো: সালাউদ্দিন কাদের।
গ্রেপ্তারকৃতরা হলো ১। মোঃ শাহ আলম শেখ (৪০), পিতা- মৃত শেখ সোবাহান, মাতা: জুলেখা বেগম-স্থায়ী: গ্রাম- খাটরা (ইউপি-কাউলীবেড়া), উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ২। মোঃ কবির চোকদার (৪৫), পিতা- মৃত রাশেদ চোকদার, মাতা: শেফালী বেগম-স্থায়ী: গ্রাম- পরারন (পরারং, ইউপি- কাউলীবেড়া), উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ৩। মোঃ জাকির খাঁ (৫০), পিতা- মৃত শাজাহান খাঁ, মাতা: মৃত রাবেয়া বেগম-স্থায়ী: গ্রাম- নিজগ্রাম (ইউপি-কৃষ্ণপুর), উপজেলা/থানা-সদরপুর, জেলা-ফরিদপুর, বাংলাদেশ ৪। ইকরাম আলী মুন্সী (৩৫), পিতা- মোঃ রশীদ মুন্সী, মাতা: আনোয়ারা বেগম-স্থায়ী: গ্রাম- কাউলীবেড়া (নয়ানগর মুন্সীবাড়ী (কুম্পার)), উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ৫। হৃদয় বয়াতী (২৩), পিতা- মৃত টুকান বয়াতী, মাতা: নূরজাহান বেগম-স্থায়ী: গ্রাম- পাতরাইল, উপজেলা/থানা- ভাংগা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ৬। মোঃ সুমন হোসেন মাতুব্বর (২৬), পিতা- রেজাউল মাতুব্বর, মাতা: পাচী বেগম-স্থায়ী: গ্রাম- মীরাকান্দা (পার্ট), উপজেলা/থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর, বাংলাদেশ, ৭। মোঃ আল আমিন (৪৫), পিতা- আব্দুল আলী, মাতা: দেলোয়ারা বেগম, স্বামী/স্ত্রীর সুলতানা বেগম-স্থায়ী: গ্রাম- পুরাতন পাঁচদোনা (পাঁচদানা, ইউপি- শাক্তা), উপজেলা/থানা-কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, বাংলাদেশ, ৮। মোঃ হাবিব (২৫), পিতা- আবুল হাসেম, মাতা: নাজমা বেগম, স্বামী/স্ত্রীর আয়শা ভানু-স্থায়ী: গ্রাম- ঘাটার চর (ইউপি-তারানগর), উপজেলা/থানা-কেরাণীগঞ্জ, জেলা-ঢাকা, বাংলাদেশ, ৯। মোঃ ইকবাল হোসেন (৩৬), পিতা- মৃত হালান মাতুব্বর, সাং- ছোট নাওডুবি, থানা- নগরকান্দা, জেলা-ফরিদপুর, ১০। মোঃ সুজন মাতুব্বর, (২৭), পিতা- হাবিবুর মাতুব্বর, সাং- শংকরদী, থানা- রাজৈর, জেলা- মাদারীপুর, ১১। মোঃ সোহাগ ওরফে নোবেল (২৬), পিতা- ইয়াকুব আলী, সাং- গুশ্বা ইউপি- জাফরাবাদ, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ, ১২। মোঃ ডালিম সরকার (৩০), পিতা-আহাদ আলী, সাং-আহম্মেদাবাদ, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ ১৩। মোঃ স্বপন (২৫), পিতা- মোঃ সাহাবুদ্দিন, সাং-সাইটুটা, ইউপি- জাফরাবাদ, থানা- করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ ।

ডাকাত মোঃ সোহাগ ওরফে নোবেল (২৬) এর হেফাজত হইতে গাজীপুর জেলার জয়দেবপুর থানা হোতাপাড়া থেকে ডাকাতী করা পিকআপ গাড়ীটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।
এই ঘটনায় মাদারীপুর এর রাজৈর থানার এফআইআর নং-৩৩, তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০২৫, জি আর নং-৩০৯, তারিখ- ২৩ সেপ্টেম্বর, ২০২৫; ধারা-394 The Penal Code, 1860; রুজু করা হয়।