1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুর জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত - Madaripur Protidin
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পিআইও অফিস ও এলজিইডি অফিসে দুদকের অভিযান রাজৈরে ট্রাক ডাকাতি। ট্রাক উদ্ধার। ১৩ ডাকাত গ্রেপ্তার পাকিস্তানে গিয়ে যোগদান করে জঙ্গিতে, গুলিতে মাদারীপুরের যুবক নিহত জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার রাজৈরের দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করলেন র‌্যাব-৪ এর অভিযানে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসমি মোঃ ওয়াসিম খান (৩৫) দেশীয় অস্ত্রসহ গ্রেফতার মাদারীপুর জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত শোক সংবাদ- কবি ও সাংবাদিক আনিসুর রহমান আর নেই ইতালীর ভূয়া নুলস্তা দেখিয়ে ডাসারে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় মামলা ॥ গ্রেফতার-১ মাদারীপুরে ২০০ কেজি গাঁজা উদ্ধার। দুই মাদক ব্যবসায়ি গ্রেপ্তার । যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান

মাদারীপুর জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০.৪৬ এএম
  • ৩৭ জন পঠিত

মাদারীপুর।মাদারীপুর জেলা প্রশাসন ও সনাকের যৌথ আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে   জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত  এ    আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট,  মোছা: ইয়াসমিন আক্তার,   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন  এবং জেলার বিভিন্ন দপ্তর/প্রতিষ্ঠানের প্রধান, কর্মকর্তাবৃন্দ,সনাক সভাপতি, সহ-সভাপতি ও সদস্যসহ ইয়েস ও এসিজি সদস্য সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।সভায় সনাক, মাদারীপুরের পক্ষ থেকে এরিয়া কোঅর্ডিনেটর-সিই মোঃ এনায়েতুল্লাহ মাদারীপুর জেলা তথ্য বাতায়নের অন্তর্ভূক্ত ৫৯ টি দপ্তরের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ পরবর্তী ফলোআপ প্রতিবেদন-২০২৫ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। সভাটি সঞ্চালনা করেন,   সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ সেল), নাজমুল আলম খান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের সকল জনগনের জন্য তথ্য অধিকার নিশ্চিত করতে হবে। আমরা সরকারি সেবা এবং তথ্য জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধ পরিকর। তথ্যের অবাধ প্রবাহ ছাড়া জনঅধিকার বা স্বচ্ছতা ও জবাদিহিতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা দূরুহ। তিনি বলেন, ডিজিটাল যুগে পরিবেশসহ নানা সেবায় তথ্যে প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, টিআইবি’র পর্যবেক্ষণে মাদারীপুর জেলার আওতাভূক্ত সকল দপ্তরের তথ্য হালনাগাদের হার (৮৪%) সন্তোষজনক হলেও শতভাগ তথ্য হালনাগাদ করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হলো এবং একই সাথে তথ্যের জন্য অন্যান্য স্বীকৃত

বাতায়নগুলিতেও যাতে সহজেই সকলে প্রবেশাধিকার পায়, সেব্যাপারেও সচেতন থাকতে বলেন। ২০০৯ সালের তথ্য অধিকার আইন মোতাবেক যথাযথ প্রক্রিয়ায় তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণে ও আপিল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও সচেতন করার উপর জোর দেন। তিনি সরকারি সেবাকে আরও জনবান্ধব ও কল্যণমূলক করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুরজনাব বিমল চন্দ্র বর্মন তথ্য অধিকারের আওতায় কী ধরনের তথ্য সরবরাহ করা যাবে, সে বিষয়ে ও তথ্য প্রাপ্তিতে যথাযথ পদ্ধতি অনুসরনের গুরুত্ব তুলে ধরেন। তথ্য অধিকার বাস্তবায়নের মধ্যদিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রান্তবন্ত আলোচনা ও তথ্য অধিকার কার্যক্রম বাস্তবায়নে সনাকের ভূমিকার কথা তুলে ধরেন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাদারীপুর তথ্য অধিকার দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ^ব্যাপী পরিবেশগত বিষয়টি এখন সর্বাধিক গুরুত্ববহ ইস্যু, তাই এ বিষয়ে তথ্য অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করে যাবে। তথ্য অবারিত করা ব্যতীত জনগণকে সঠিক ও সন্তোষজনক সেবা দেয়া সম্ভব নয়। তাই, সরকারি দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদের মাধ্যমে জনগণের কাছে তথ্য অবারিত করে জনসেবা দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার জন্য সব দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অনেক বড় ভূমিকা পালন করছে। ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন থেকে দেখা যায়, অনেক দপ্তরের তথ্য হালনাগাদ নেই। তাই, সেগুলো হালনাগাদ করতে হবে। তিনি বলেন, ইতোমধ্যে জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের জন্য নির্দেশনামূলক পত্র দেয়া হয়েছে। তিনি বলেন, তথ্য অধিকার দূর্নীতি রোধকল্পে একটি কার্যকরী মাধ্যম ও পদক্ষেপ, তাই সকলকে তথ্য অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।

সভায় সনাকের পক্ষ থেকে খান মো. শহীদ, সভাপতি, সনাক, মাদারীপুর তার বক্তব্যে রাষ্ট্রের সকল জনগণের জন্য তথ্য অধিকার, বিশেষ করে ডিজিটাল যুগে সকল তথ্য ডিজিটালাইজডকরন, তথ্য প্রাপ্তি সহজলভ্যকরণ ও পরিবেশগত তথ্যে প্রবেশগম্যতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দেন। তিনি মাদারীপুর জেলা তথ্য বাতায়নের সকল দপ্তরের ওয়েব পোর্টাল হালনাগাদ করার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশে অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন করার দাবি উত্থাপন করেন। পরিশেষে, তিনি তথ্য অধিকার বাস্তবায়নে সনাক, মাদারীপুর ও টিআইবি’র কার্যক্রম পরিচালনায় সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এছাড়া সনাক সদস্য মমতাজ হক তথ্য প্রকাশ ও স্থনীয় প্রশাসনের সেবাকার্যক্রমে তথ্য ঘাটতির কথা তুলে ধরেন।

সভার সঞ্চালক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (তথ্য ও অভিযোগ সেল), মাদারীপুর তার বক্তব্যে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্যের জন্য আবেদন ও তথ্য প্রদানে প্রতিষ্ঠানের বাধ্য-বাধকতা এবং আপিল বা অভিযোগ প্রতিকার ব্যবস্থার কথা তুলে ধরেন। সভায় জেলা তথ্য কর্মকর্তা, মাদারীপুর জেলার তথ্য বাতায়ন হালনাগাদ করতে সহযোগিতার ব্যাপারে সকল দপ্তরকে আস্বস্ত করেন। তিনি বিশেষ করে ই-ডিরেক্টরীসহ সকল দপ্তরের লিংকেজগুলি সচল রাখার বিষয়টি গুরুত্ব দেন।ইয়েস দলনেতা কামরুল হাসান, তথ্য সেবা পেতে যেমন ডিজিটাল মাধ্যম এ উন্মুক্ততা ও তথ্য প্রবাহ নিশ্চিত করা এবং অফিসগুলিকেও জনতথ্য প্রকাশে ও স্থানীয় পর্যায়ে সচেতনতা তৈরীতে স্বপ্রণোদিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় ওয়েব পোর্টাল পর্যবেক্ষণে সনাক ইয়েস সদস্যদের অবদানকে কৃতজ্ঞতা ও গুরুত্বের সাথে তুলে ধরা হয় এবং ইয়েস থেকে স্টাডি গ্রুপের সদস্য বৈশাখী রায় চৌধুরী, সৈয়দ তরিকুল ইসলাম ও লামিয়া আক্তারকে সভায় পরিচয় করিয়ে দেয়া হয়।

আলোচনা সভায় সনাক সদস্য জনাব আঞ্জুমান আরা কবির টিআইবি’র ধারণাপত্রের সার সংক্ষেপ পাঠ করেন, যেখানে ‘‘অবিলম্বে স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে’’ মর্মে টিআইবি’র দাবির প্রতি সহমতগঠন এবংআন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫ উপলক্ষে সার্বজনীন তথ্য অধিকার, প্রবেশগম্যতা ও জন-অংশগ্রহণ নিশ্চিত করতে টিআইবি’র সুপারিশমালা পাঠ করা হয়-

রবিবার  ২৮ সেপ্টেম্বর ২০২৫তথ্যকে গণতন্ত্রের অক্সিজেন হিসেবে বিবেচনা করা হয়। তথ্যে সার্বজনীন অভিগম্যতা একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের জ্ঞানগত ও অন্যতম প্রক্রিয়াগত ভিত্তি। যা একইসঙ্গে ব্যক্তির হাতে রাষ্ট্রীয় মালিকানা এবং স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার অন্যতম অনুষঙ্গ। একইসঙ্গে তথ্যের অবাধ প্রবাহ ব্যতীত জনগণের ক্ষমতায়ন ও জনগণের কাছে সরকারের জবাবদিহির ধারণাও অর্থহীন। সর্বোপরি গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন তথা সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ ও অভিগম্যতা অন্যতম পূর্বশর্ত হিসেবে স্বীকৃত। তথ্যপাওয়া সবার অধিকার, স্বপ্রণোদিত তথ্য দেয়া সকলের দায়িত্ব, যথাসম্ভব ডিজিটাল প্লাটফর্মে তথ্য উন্মুক্তকরণ এখন সময়ের দাবি।এই প্রেক্ষাপটে

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ বছর ‘‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’’ উদ্যাপন করছে। উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ^ব্যাপি ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়।ইউনেস্কো এ বছর আন্তর্জাতিক সার্বজনীন তথ্যে অভিগম্যতা দিবস বা ‘‘আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস’’Ñএর মূলভাব নির্ধারণ করেছে ‘‘ডিজিটাল যুগে পরিবেশসংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ’’। যেখানে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় পরিবেশ ও জলবায়ু প্রভাবের মতো সার্বজনীন বিষয়ের তথ্যউপাত্তের সহজলভ্যতা ও অভিগম্যতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বাংলাদেশ তথ্য কমিশন কর্তৃক এ বছর দিবসটির ঘোষিত প্রতিপাদ্য হলো- “পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’’।দিবসটি উদ্যাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় মাদারীপুর জেলা প্রশাসন ও টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর যৌথভাবে ২৮ সেপ্টেম্বর   জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে।

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুসারে অনতিবিলম্বে স্বচ্ছপ্রক্রিয়ায় যোগ্য ও কোনো প্রকার প্রভাবমুক্ত ব্যক্তিদের প্রধান তথ্য কমিশনারসহ অন্যান্য তথ্য কমিশনারদের নিয়োগ দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটানো এবং সার্বিকভাবে তথ্য কমিশনকে সংস্থাটিকে সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে।
সরকারের নিকট ইতোমধ্যে বিভিন্নভাবে উপস্থাপিত অংশীজনদের মতমতের ভিত্তিতে তথ্য অধিকার আইনটির প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধারার পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জনের মাধ্যমে আইনটিকে যুগোপোযোগী করতে হবে।
রাজনৈতিক দল ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানকে তথ্য অধিকার আইনের আওতাভুক্ত করতে হবে।
ক্স্চ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে তাদের আয়-ব্যয়ের বিভিন্ন খাতয়ারি খরচ জনগণের জন্য উন্মুক্ত করতে হবে এবং নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে সেসব তথ্য তাদের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করবে।
বাকস্বাধীনতা ও ভিন্নমতের অধিকার নিশ্চিতের অন্যতম হাতিয়ার হিসেবে তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন করতে হবে এবং এক্ষেত্রে সকল আইনি ও প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা দূর করতে হবে। আইনের মাধ্যমে সৃষ্ট জনগণের ওপর যে কোনো ধরনের ডিজিটাল নজরদারী কাঠামো বিলুপ্ত করতে হবে।
তথ্যপ্রকাশ ও তথ্যে অভিগম্যতার সুবিধার্থে ডিজিটাল টুলসের ব্যবহার সহজলভ্য ও অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।
অফিসিয়াল সিক্রেটস এ্যাক্ট ১৯২৩ সহ তথ্য অধিকার আইন, ২০০৯Ñ এর সাথে সাংঘর্ষিক বিদ্যমান আইনি বিধান সংস্কার ও প্রযোজ্য ক্ষেত্রে বাতিল করতে হবে। নতুন কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তথ্য অধিকারের মূল চেতনার পরিপন্থি বা আইনটির কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এমন কোনো ধারা যাতে সংযোজিত না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সরকারি, স্বায়ত্বশাসিত ও আধাসরকারিসহ সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব সম্পর্কে যথাযথ ধারণা ও তথ্য প্রদানে প্রতিষ্ঠানের সক্ষমতা অর্জনে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা এবং তথ্য প্রদানে আগ্রহ সৃষ্টির কার্যকর উদ্যোগ নিতে হবে।
তথ্য অধিকার আইনের অধিকতর বাস্তবায়ন ও পর্যবেক্ষণমূলক কার্যক্রমে নাগরিক সমাজ, জনগণ ও গণমাধ্যমের কার্যকর অংশগ্রহণের সুযোগ এবং তথ্য প্রাপ্তির জন্য আবেদনকারীর সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ প্রান্তিক পর্যায়ের সকল নাগরিককে তথ্য অধিকার আইনের ব্যবহারে সচেতনতা ও সক্ষমতা সৃষ্টির বিশেষ উদ্যোগ নিতে হবে।

সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক আইনানুগ স্বপ্রণোদিত তথ্য প্রকাশ ও প্রচার বৃদ্ধির লক্ষ্যে তথ্য কমিশন এবং সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল সংস্থার নিজস্ব ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
তথ্যপ্রকাশ ও প্রচারে প্রতিষ্ঠানসমূহের দক্ষতা ও সক্ষমতা পর্যবেক্ষণের জন্য তথ্য কমিশনের ক্ষমতা ও তদারকি বাড়ানোসহ তদারকি কার্যক্রমে নাগরিক সমাজ ও জনগণের কার্যকর অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি করতে হবে।
তথ্য অধিকার নিশ্চিতে গণমাধ্যমকে অধিকতর কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ, সুশীল সমাজ, তথ্য কমিশন ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কার্যকর সমন্বিত উদ্যোগ নিতে হবে।
‘‘জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) আইন, ২০১১’’ সম্পর্কে সচেতনতা এবং এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।
পরিবেশ অধিদপ্তরসহ সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ওয়েবসাইটকে আরো তথ্যবহুল যেমন- নিরীক্ষা প্রতিবেদন, পূর্ণাঙ্গ বাজেট, প্রকল্পের পূর্ণাঙ্গ তথ্য, প্রকল্প বাস্তবায়নে অনিয়মের জন্য জরিমানা ও আদায়ের পরিমাণের ওপর পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে ও নিয়মিত হালনাগাদ করতে হবে। এ সকল তথ্য জনগণের জন্য উন্মুক্ত করতে হবে এবং ইংরেজী ও বাংলা দুই ভাষাতেই সেটা সহজলভ্য করতে হবে।
সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্যে পর্যায়ক্রমে ব্রেইল পদ্ধতিতে অভিগম্যতা নিশ্চিত করতে হবে।

সভার সভাপতি সমাপনী বক্তব্যে ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন-২০২৫ সম্পন্ন ও পেশ করার জন্য সনাক ও টিআইবিকে ধন্যবাদ জানান, তথ্য হালনাগাদ চলমান রাখা ও তথ্যে উন্মুক্ততার গুরুত্ব তুলে ধরে ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!