মাদারীপুর প্রতিনিধি।মাদারীপুর জেলা প্রশাসক রাজৈর উপজেলার টেকেরহাট পুর্ব সরমঙ্গল সার্বজনীন দুর্গা মন্দির পরিদশনে আসেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক, সমাজ সেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন, সেনা কর্মকর্তা মেজর আকিব, আনসার ও ভিডিপি মাদারীপুর জেলা কমান্ডেন্ট ফারজানা রহমান ও রাজৈর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোন্দকার আবদুল মতিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার বিকেল জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার সাধুরব্রিজ, বাজিতপুর, আমগ্রাম ও টেকেরহাটসহ কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এসময় মন্দির কমিটি সদস্যদের সাথে মন্দিরের নিরাপত্তা ও পুজা অর্চনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পুর্ব সরমঙ্গল সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বাসুদেব দাস জেলা প্রশাসকের আগমনকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।