1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সরস্বতী পুজায় তিনদিনের নানা আয়োজন - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান গেট বন্ধ করে দেয়ায় মাদারীপুরে সাংবাদিকসহ ৪টি পরিবার অবরুদ্ধ

মাদারীপুরে সরস্বতী পুজায় তিনদিনের নানা আয়োজন

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ৯.৪০ এএম
  • ৩৭৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।:
মাদারীপুরে সরস্বতী পুজায় তিনদিনের নানা আয়োজন রাখা হয়েছে পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে শহরের শহরের শতাধিক স্থায়ী ও অস্থায়ী মন্ডপে শিক্ষার্থী ও পুজারীবৃন্দের পুজা-অর্চণা ও অঞ্জলির মাধ্যমে শুরু হয় এর আনুষ্ঠানিকতা।

মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদ সূত্র জানায়, বিদ্যা ও জ্ঞান বৃদ্ধির জন্য শুধু মন্ডপেই নয়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও সরস্বতীর পুজা করে থাকেন। প্রায়ই দুশো’ বছর ধরে উৎসবমুখ পরিবেশে মাদারীপুরে হয়ে আসছে সরস্বতী পুজা। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে প্রতিবছর এই নিয়ে বিদ্যার দেবীর পুজা অর্চণা করেন হিন্দুধর্মাবলম্বীরা। সরস্বতী পুজাকে ঘিরে মাদারীপুর শহরজুড়ে উৎসবের আমেজ। কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ছেয়ে গেছে আধুনিক আলোকসজ্জায়। পা

ড়া-মহল্লা কিংবা শহরের অলি-গলি সবখানেই আলো ছড়াচ্ছে এই দৃশ্য। একই চিত্র শহরের শতাধিক স্থায়ী ও অস্থায়ী মন্ডপের ভেতর ও বাহিরের। মনমুগ্ধকর এই লাইটিং দেখতে এরই মধ্যে ভীড় করছেন শিশু, কিশোরসহ নানা বয়সের মানুষ। বিনোদনে যোগ হয়েছে বাড়তি আনন্দ।
করোনাকালে দুইবছর সীমিত হলেও এবার ব্যাপক আয়োজনের কথা জানায় পুজা উদযাপন পরিষদ। দুইশো বছরের পুরনো এই পুজায় হাজার হাজার দর্শনার্থীর কথা মাথায় রেখে প্রস্তুত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। শনিবার রাতে বিজয় মিছিলের মাধ্যমে শেষ হবে এবারের তিনদিনের আয়োজন।

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী বিধান মজুমদার বলেন, বিদ্যা ও বুদ্ধি বাড়ানোর জন্য মূলত এই পুজা করে থাকি। এবারের আয়োজন বেশ মুগ্ধ করেছে।

আরেক শিক্ষার্থী টুম্পা কর্মকার বলেন, বিদ্যার দেবী সরস্বতী মায়ের কাছে একটাই প্রার্থনা তিনি সবাইকে জ্ঞানের আলো দিয়ে ভরে দিবে ও পৃথিবীতে সবার মাঝে শান্তি বয়ে আনবে।
মাদারীপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণতোষ মন্ডল জানান, নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তিসহ নানা ধরনের সাংস্কৃতিক ও জ্ঞানমূলক অনুষ্ঠান রাখা হয়েছে দর্শকদের জন্য। এবারে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পল্বব কুমার হাজরা জানান, উৎসব শান্তিপূর্ণ করতে জেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ঐতিহ্যের এই পুজায় ভক্তবৃন্দের কোন সমস্যা না হয় সেই ব্যাপারে তৎপর প্রশাসন।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম জানান, সরস্বতী পুজাকে ঘিরে পুরো শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ এরইমধ্যে মাঠে নেমেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!