1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
জাতীয় নির্বাচনে আগে অন্যকোননির্বাচন বিএনপি হতে দিবে না -বেগম সালেমা রহমান   - Madaripur Protidin
সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে জেলেদের মাঝে বাছুর বিতরণে অনিয়ম রাজৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল মাদারীপুরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত মাদারীপুরে ডিবি পরিচয়ে ডাকাতি করার সময় ৪ জন আটক :৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার  পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন

জাতীয় নির্বাচনে আগে অন্যকোননির্বাচন বিএনপি হতে দিবে না -বেগম সালেমা রহমান  

  • প্রকাশিত : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.০৩ পিএম
  • ৫৫৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সালেমা  রহমান বলছেনে, নির্বাচন নিয়ে  ষড়যন্ত্র চলছ। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। জাতীয় নর্বিাচনরে আগে অন্যকোন নির্বাচন বিএনপি হতে দেবে না। তিনি সোমবার সন্ধ্যায় মাদারীপুর শহররে শকুনী লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনে জলো বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য বৃদ্ধি   সহনীয় মাত্রায় অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণরে জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাববীতে  এবং রাষ্ট্রে পতিত ফ্যাসবাদিদের নানা চক্রান্তের অপচেষ্টা  মোকাবেলাসহ বিভিন্ন গণদাবীতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলনে।

সালেমা  রহমান আরো বলেন, জাতীয় নির্বাচন হলে র্বতমানে দেশের যে এলোমেলো ভাব,সেটা পরিবর্তন হয়ে সুশাসন আসবে। আইনশৃঙ্খলা রক্ষা হবে, জবাবদিহিতা হবে।দেশের জনগণ আস্থা ফিরে পাবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালেমা রহমান বলনে, মিথ্যা মামলা দিয়ে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল।   গত ১৬ বছর একটানা নির্মম অত্যাচার ও নির‌্যাতন করেছে শেখ হাসিনাএবং তার দলবল। বহু মানুষকে হত্যা করছে। এই খুনিদের বিচার হতে হবে। সবাইকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগের কোন দোসর যেন বিএনপির দলে জায়গা না পায়। কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে  সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আর বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নিরবাহী কমিটির  সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ;, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান ও সেলিমুজ্জামান সেলিম, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান , সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর  রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির প্রমুখ।

মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাড মোঃ জাফর আলী মিয়ার সভাপতি ও সদস্য সচিব জাহান্দার আলী জাহান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র    যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, এ্যাড. জামিনুর রহমান মিঠু ও মিজানুর  রহমান মুরাদ, জেলা জিয়া পরিষদের    সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন শরীফ,  যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমমিকদল সহ নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!