1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরের শিবচরে কামরুল হত্যা মামলার আসামী রানা সরদার (৪০) নারায়ণগঞ্জে গ্রেফতার - Madaripur Protidin
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান গেট বন্ধ করে দেয়ায় মাদারীপুরে সাংবাদিকসহ ৪টি পরিবার অবরুদ্ধ রাজৈরে শহীদ হাদীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা শরীয়তপুরে ধর্ষণ মামলার প্রধান আসামী মোঃ মারুফ খান(২৪) কে নারায়নগঞ্জে গ্রেফতার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মাদারীপুর জেলা শাখার বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত মাদারীপুরে উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ মাদারীপুরে বিএনপির মনোনয়নের দাবীতে মনোনয়ন বঞ্চিতদের মহাসড়ক অবরোধ। ৫কিলোমিটার ব্যাপী যানযট।

মাদারীপুরের শিবচরে কামরুল হত্যা মামলার আসামী রানা সরদার (৪০) নারায়ণগঞ্জে গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫, ৯.০৮ এএম
  • ৪৬৫ জন পঠিত

অফিস রিপোর্টঃ র‌্যাব-৮ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে মাদারীপুর জেলার শিবচর থানার কামরুল চোকদার হত্যা মামলার এজাহার নামীয় আসামী রানা সরদার (৪০) নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর হত্যা মামলার আসামী গ্রেফতার অভিযান দেশব্যাপী সমাদৃত। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ও র‌্যাব-১১, ব্যাটালিয়ন সদর, কোম্পানীর এক যৌথ অভিযানে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা হতে মাদারীপুর জেলারশিবচর থানাধীনকামরুল চোকদারহত্যামামলারএজাহারনামীয় ০৫ নংআসামীরানাসরদার (৪০)’কে গ্রেফতারকরে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ এজাহার সূত্রে জানা যায় যে, অত্র মামলার বাদী মোঃ দাদন চোকদার (৪২), পিতা-হোসেন চোকদার, সাং-টুমচর সরদার কান্দি, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর মাদারীপুর জেলার শিবচর থানায় এজাহারনামীয় ১৪ জন সহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন যে, বাদীর ছেলে কামরুল চোকদার (২৩) অনুমান ০২ মাস পূর্বে বাদীর চিকিৎসার জন্য জমানো ৮৫,০০০/- টাকা বাদীর পূর্ব পরিচিত মেহেদী এর নিকট রাখে। পরবর্তীতে জরুরী প্রয়োজনে বাদীর ছেলে ভিকটিম কামরুল চোকদার তার জমানো টাকা মেহেদী হাসানের নিকট হতে ফেরৎ চায়। বাদীর ছেলের ব্যাংক একাউন্ট না থাকায় সে তার বন্ধু সিয়াম সরদারের একাউন্ট নাম্বারে টাকা পাঠানোর জন্য বলে। যার প্রেক্ষিতে মেহেদী হাসান সিয়াম সরদার এর ব্যাংক একাউন্টে গত ১৭ এপ্রিল ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা প্রেরণ করে। বাদীর ছেলের বন্ধু সিয়াম সরদারকে ব্যাংক হতে টাকা উঠিয়ে দেওয়ার জন্য বললে সিয়াম সরদার বলে একাউন্টে কোন টাকা আসেনি। উক্ত বিষয় নিয়ে বাদীর ছেলে ও বিবাদী সিয়াম সরদার এর মধ্যে বাক-বিতন্ডা এবং হাতাহাতি হয়।

গত ২৩এপ্রিল রাত্র অনুসারে দশটার দিকে ভিকটিমের মোবাইল ফোনে বিবাদী সিয়াম সরদারের ফোন আসে। বিবাদী সিয়াম সরদার টাকার ঝামেলা মিটিয়ে দেওয়ার কথা বলে ভিকটিমকে বাড়ীর সামনে রাস্তায় আসতে বলে। তখন বাদীর ছেলে ভিকটিম কামরুল চোকদারবাড়ীর বাইরে আসার সাথে সাথে বিবাদীরা ৪/৫টি মোটরসাইকেল যোগে তাকে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে ভিকটিমের মোবাইলে আর ফোন যায় না। গত ২৪ এপ্রিল সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় বাদী জানতে পারেন যে, শিবচর থানাধীন কাদিরপুর ইউনিয়নের গাছি কান্দি সাকিনের পিছনে প্রেমতলা ব্রীজের কাছে ঝোপঝাড়ের মধ্যে ভিকটিমের লাশ পড়ে আছে।

বাদী সংবাদ পেয়ে দ্রুতউক্ত স্থানে য়ায় এবং ভিকটিমের মাথা ও গলায় কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে কোপানো অবস্থায় লাশ দেখতে পেয়ে ভিকটিমকে সনাক্ত করে। বাদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর জেলার শিবচর থানার মামলা নং-৪১, তারিখঃ ২৪/০৪/২০২৫ খ্রিঃ, ধারা-৩০২/২০১ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিনায়ক, র‌্যাব-৮ এর দিক নির্দেশনায় সিপিসি-৩ মাদারীপুর ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে কাজ শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮, সিপিসি-৩ এবং র‌্যাব-১১, সদর কোম্পানীর একটি আভিযানিক দল ইং-০৩-০৫-২০২৫ তারিখ ১৫:২০ ঘটিকায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় ০৫ নং পলাতক আসামী রানা সরদার (৪০), পিতা-আইয়ুব সরদার, সাং-সরদার কান্দি, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুরকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ধৃত আসামীকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!