1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
করোনায় নষ্ট হল আলা্উদ্দিন বাঁশওিয়ালার হাজারও অবিক্রিত বাঁশি - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে হত্যা মামলায় নির্দোষীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। রাজধানীর বসুন্ধরা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ (পুলি)’কে সাভার থেকে উদ্ধার যৌতুকের দায়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ শামীম শেখ গ্রেফতার করেছে র‌্যাব পটুয়াখালিতে ধর্ষন মামলার আসামী গ্রেফতার মানিকগঞ্জের সিংগাইর থেকে কহেল মুন্সি হত্যা মামলার প্রধান আসামী হৃদয় মুন্সিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণে অভিযোগ ঢাকার পল্লবী থেকে হেরোইনসহ মাদক স¤্রাট মোঃ জালাল আটক টেকেরহাটে জামায়াতের ইসলমীর  কার্যালয় ও ইসলামি পাঠাগারের  উদ্ধোধন বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। ব্যানার-পোস্টার লাগানো নিয়ে ব্যাপক চাঁদাবাজি ও মারামারি হয়—–রাজৈরে বিএনপি নেত্রী হেলেন জেরীন খান মানিকগঞ্জ সদর থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রবিজুুল ইসলাম  গ্রেফতার

করোনায় নষ্ট হল আলা্উদ্দিন বাঁশওিয়ালার হাজারও অবিক্রিত বাঁশি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ৭.৪৪ পিএম
  • ৫২২ জন পঠিত

মাসুদুর  রহমানঃ

বাঁশি বাংলার সংস্কৃততিে নজিস্ব সুর । বাঁশরি সুর আমাদরে জীবনে একটি অনন্য স্থান অধকিার করে আছ।ে আমাদরে লোকসঙ্গীতে দুটি যন্ত্ররে ব্যাপক ব্যবহার লক্ষ করা যায়- বাঁশি ও একতারা । আধুনকিায়নরে যুগে চাহদিা কম থাকলওে হ্যামলিনরে বাঁশওিয়ালা‬র মতো কাঁধে ঝোলা আর মুখে আঞ্চলকি গানরে অকৃত্রমি সুর বাঁশতিে তুলে অবরিত ৩২ বছর ধরে হাঁটছনে বাশওিয়ালা আলাহুদ্দনি মোল্লা । ক্লান্তহিীন পথকিরে বশেে বভিন্নি জলোর পথে প্রান্তরে বাঁশি বক্রিি করে সংসার চালান ৫০ বছর বয়সী এ বাঁশওিয়ালা । কন্তিু দশেে মহামারী করোনা ভাইরাস দখো দওেয়ায় বন্ধ হয়ে গছেে তার বাঁশি বক্রিি । তাছাড়া করোনাকালে বশৈাখী মলোয় বক্রিি করতে না পরেে নষ্ট হয় র্দীঘদনি ঘরে থাকা লক্ষাধকি টাকার সহাস্রাধকি বাঁশি । এতে ব্যাপক ক্ষতরি সম্মুখীন হয়ছেনে মাদারীপুররে রাজরৈ উপজলোর হোসনেপুর এলাকার এ বাঁশওিয়ালা ।
জানা যায়, গত বৈশাখ মাসে মলোয় বক্রিরি উদ্দশ্যেে গোপালগঞ্জরে কোটালীপাড়াসহ বিভিন্ন এলাকার কারগিরদরে থকেে ১ লক্ষ ৭০ হাজার টাকার বাঁশি কিনে আলাহুদ্দনি মোল্লা। কন্তিু করোনা ভাইরাসরে কারনে এবছরে বশৈাখী মলো বন্ধ থাকায় বাঁশগিুলো বক্রিি করা সম্ভব হয়। এ কারণে র্দীঘদনি ঘরে বন্তাবন্দী থাকায় বাঁশগিুলো ঘুনে ধরা, ফুটো হয়ে যাওয়াসহ বভিন্নি কারণে নষ্ট হয়ে যায় । ফলে করোনায় একদকিে র্কমহীন, অন্যদকিে বাঁশগিুলো নষ্ট হওয়ায় আলাহুদ্দনি ব্যাপক ক্ষয়ক্ষতরি সম্মুখীন হয় ।
হোসনেপুররে কাশমে ফকরি জানায়, আলাহুদ্দনি মোল্লা র্দীঘদনি ধরইে বাঁশি বিক্রি করে সংসার চালাচ্ছনে । তনিি গোপালগঞ্জ, মাদারীপুর, ফরদিপুর, বরশিালসহ বভিন্নি জলোর মলো, হাট-বাজার, পথ-েঘাটে বাঁশি বিক্রি করে থাকনে । কিন্তু করোনা ভাইরাসরে কারণে তার বাঁশি বিক্রি অনকেটাই কমে গছেে । তাছাড়া লক্ষাধকি টাকার বাঁশি নষ্ট হয়ে যাওয়া তার অনকে ক্ষতি হয়ছে।ে
একই এলাকার গনি সরদার জানায়, আলাহুদ্দনি মোল্লা মধুর সুরে বাঁশি বাজাতে পারনে। তাছাড়া তার নাক দয়িে বাঁশি বাজানোর অসাধারন প্রতভিা রয়ছে।ে তার এ প্রতিভা দেখেও অনকেে তার থকেে বাঁশি কনি। র্দীঘবছর ধরইে তিনি বাঁশি বিক্রি করইে জীবিকা নির্বহিী করছনে। তবে করোনায় র্কমহীন হয়ে পড়া এবং অনকে বাঁশি ঘরে থকেে নষ্ট হওয়ায় তার অনেক ক্ষতি সম্মুখীন হয়ছেনে ।
বাঁশওিয়ালা আলাহুদ্দনি মোল্লা জানান, আমি র্দীঘ ৩২ বছর ধরইে বাঁশি বিক্রি করে সংসার চালাই। কন্তিু করোনায় আমার বাঁশি বক্রিি বন্ধ হয়ে যায়। এছাড়াও বশৈাখী মলোয় বিক্রির উদ্দশ্যেে ঋন নিয়ে লক্ষাধকি টাকার বাঁশি কিনেছেলিাম, যা ঘুনে ধরে ও ফুটো হয়ে নষ্ট হয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ছে। এখন সংসার চালাতে গিয়ে নিত্য দিনের চাহিদা মেটাতে আমাকে বেকায়দায়  পড়তে হচ্ছে । করোনাকালে ইউনয়িন পরষিদ থেকে ১০ কেজি চাল পেয়েছেলিাম। তারপর আর কিছু পাইনি ।
দশেরে এই করোনাকালে তার যে ক্ষতি হয়ছে,ে সরকারি সহযোগতিা পলেে এবং করোনায় পর সবকছিু খুলে দলিে আবার বাঁশি বক্রিি করে ঋন পরশিোধসহ তার ক্ষতি পুশয়িে নতিে পারতনে বলে জানান এ বাঁশওিয়ালা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!