অফিস রিপোর্টঃ এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক কালে প্রতারণার নতুন কৌশল হিসেবে সাধারণ জনগণকে উচ্চ বেতনে লোভনীয় চাকুরীর বিষয়ে আশ্বস্ত করে মধ্যপ্রাচ্যসহ উন্নত দেশে লোক পাঠানোর নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক ও মানবপাচারকারী চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব মানবপাচারকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় ৮ মে র্যাব-৪ এর অভিযানে রাজধানীর দারুস সালাম এলাকা হতে কুখ্যাত প্রতারক ও মানবপাচারকারী নাজির গ্রেফতারঃ ১৫ ভুক্তভোগী উদ্ধার করেছে।
র্যাব জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৮ মে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন পালপাড়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দারুস সালাম থানা এলাকার ১ চিহ্নিত প্রতারক ও মানব পাচারকারী মোঃ নাজির হোসেন (৪২), জেলাঃ ঢাকা কে ১২ টি পাসপোর্ট, ২০ টি মেডিকেল কার্ড এবং ১ টি মোবাইলসহ গ্রেফতার করতে সক্ষম হয়ঃ
প্রাপ্ত অভিযোগ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী “সমির ওভারসিস” নামক কোম্পানীর মালিক এবং সে গত ৩-৪ বছর যাবত উক্ত এজেন্সির মাধ্যমে বহু অসহায় পুরুষ ও মহিলা’কে শ্রমিক এবং অন্যান্য সেক্টরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উচ্চ বেতনের লোভনীয় চাকুরীর নিশ্চয়তা দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলো। গত ২০ মার্চ ২০২০ ইং তারিখ হতে ৫ ডিসেম্বর ২০২০ ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে উক্ত আসামী ও তার সহযোগী কাউছার (৪০) ও জাফর শিকদার (৪৫) এর সহযোগীতায় বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগী জনপ্রতি অগ্রিম বিপুল পরিমাণ টাকা গ্রহণ করে আসছিলো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, পরবর্তীতে ভুক্তভোগীদের মেডিক্যাল সম্পন্ন করে বাকী টাকা নিয়ে ফ্লাইটের নির্দিষ্ট তারিখ দিয়ে কয়েকবার তার অফিস, বাড়ি ও বিমানবন্দরে নিয়ে সে ও তার সহযোগীরা উধাও হয়ে যেতো। এইভাবে বিদেশে পাঠানোর নামে মানব পাচার, টাকা আত্মসাৎ ও পাসপোর্ট আটক করে অভিযোগকারীদের হয়রানি এবং ভয়ভীতিসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিলো। গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মানব পাচারকারী এবং প্রতারক।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এরুপ মানব পাচারকারীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply