1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolutionbd@gmail.com : support :
প্রশাসনের ব্যাপক অভিযানের পরেও মাদারীপুরে আবার শুরু হয়েছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন । - Madaripur Protidin
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তিউনিসিয়া থেকে আড়াই মাস পর দেশে এসেছে ৮ বাংলাদেশির লাশ। রাজৈর ও মুকসুদপুরের গ্রামের বাড়ীতে লাশ দাফনের প্রস্তুতি রাজৈরে মোটরসাইকেল দুর্ঘটনায় মসজিদের ইমাম নিহত । একজন আহত পিরোজপুরে সোহাগ হত্যা মামলার দুইজন পলাতক আসামী গ্রেফতার। মাদারীপুরে খাদে পড়ে থ্রি-হুইলারের চালকসহ নিহত ২ গাজীপুরের কাশিমপুর থেকে ডাকাত সর্দার জুয়েল’কে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ গ্রেফতার রাজৈরে দুর্বৃত্তদের বিষে মরলো ৩ লক্ষ টাকার মাছ মাদারীপুরের শিবচর উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় তিন প্রার্থী বিজয়ের পথে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে স্বামীর আকুতি কালকিনিতে ব্যবসায়ীর পা ভেঙ্গে দেয়ার অভিযোগ

প্রশাসনের ব্যাপক অভিযানের পরেও মাদারীপুরে আবার শুরু হয়েছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ।

  • প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ৬.২৮ পিএম
  • ৫৬০ জন পঠিত

প্রশাসনের ব্যাপক অভিযানের পরেও মাদারীপুরে আবার শুরু হয়েছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ।
মাদারীপুর প্রতিনিধি ॥
জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক অভিযানের পরেও এবং বন্যার পানি কমতে না কমতেই
জেলার শিবচর বন্দরখোলা বাওড়ে আবার শুরু হয়েছে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন। বন্যার
আগে ৬টি ড্রেজার দিয়ে দিন-রাত ২৪ ঘন্টা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালূ
উত্তোলন করা হতো। গত সপ্তাহে প্রশাসনের অভিযানের পর রোববার থেকে একই বাওড়ে ২টি ড্রাম ড্রেজার বসানো হয়েছে। ড্রেজার মালিকরা অবৈধ পন্থায় জলমহালসহ বিভিন্ন
নদ-নদী ও হাওড়-বাওড় থেকে বালু উত্তোলন করার ফলে ভাঙ্গছে মানুষের চলাচলের রাস্তাঘাটসহ বসতবাড়ি, বিলীন হচ্ছে ফসলী জমি। বাঁধা দিতে গেলে উল্টো হুমকির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। অদৃশ্য শক্তির বলে আরো বেপরোয়া হয়ে উঠছে ড্রেজার মালিকরা। অবৈধভারে বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে স্থানীয়রা সম্প্রতি শিবচর উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। প্রশাসনের পক্ষ থেকে শুধু কাদিরপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০টি পাইপ ধ্বংস করলেও অভিযুক্তরা পালিয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ শরীয়তপুরের সালাহউদ্দিন ও শিবচরের বালাম খাঁ নামের ২ ড্রেজার মালিক প্রশাসনের অভিযানের খবর পেয়ে ড্রেজার নিয়ে পালিয়ে যায়। গত রোববার থেকে তারা আবার বন্দরখোলা বাওড়ে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে। কিছুদিন আগে প্রশাসন ১৫৭ জন অবৈধ বালু ব্যবসায়ীর তালিকা প্রস্তুত করেছে বলে জানিয়েছিলেন শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান। ৩/৪ মাস আগে তিনি ৩টি ড্রেজার পুড়িয়ে দেন। এর পরেও নদ-নদীর বিভিন্ন অংশে অবৈধভাবে বালু তোলা হয়। বর্তমান চলমান অভিযানে সাধারণ মানুষের মধ্যে
স্বস্তি ফিরে এলেও কিছু এলাকা রয়ে গেছে অভিযানের বাইরে। জানা গেছে, এক সপ্তাহ আগে জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নির্দেশে একযোগে ৪ উপজেলায় অবৈধ ড্রেজার উচ্ছেদে অভিযান চালানো হয়। তখন সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুদ্দিন গিয়াস, নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা তন্নী মাদারীপুর পৌরসভা ও ঝাউদি এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৬ হাজার ফুট পাইপ ধ্বংস করেন। অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় বালু ব্যবসায়ীরা। একইভাবে রাজৈর ও কালকিনিতেও অভিযান চালানো হয়। বুধবার স্থানীয়দের অভিযোগে জানা গেছে, শিবচর উপজেলার দত্তপাড়া ও পাঁচ্চর ইউনিয়নের চেরাগ আলীর খাল হতে বঙ্গ চোকিদারের বাড়ি পর্যন্ত দত্তপাড়া ইউনিয়নের ৬,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২২ নং চরবাচামারা মৌজার পুরো এলাকা একশ্রেণির অসাধু ড্রেজার ব্যবসায়ীদের দখলে। বন্যার আগেও বন্দরখোলা কোল জলমহাল এবং চরবাচামারা ¯¬ুইচ গেটের উত্তর পাশে মোল্ল¬াবাড়ি এলাকার বিভিন্ন স্থানে ৬টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে। এতে বন্দরখোলা কোলের পূর্ব পাশের ফসলী জমিসহ বেশকিছু বসত বাড়ি
হুমকির মুখে পড়ে। এ ছাড়া গোয়ালকান্দা এলাকায় আড়িয়াল খাঁ নদের শাখা বড়তলা নদীর
প্রায় দুই কিলোমিটার অংশে ড্রেজার বসিয়ে বালু তুলে বিক্রি করছেন কয়েকজন বালু
ব্যবসায়ী। পাইপের মাধ্যমে আশপাশের এলাকাসহ ২-৩ বা তারও বেশি প্রায় ৮ কিলোমিটার দূরে বালু নিয়ে যাওয়া হয় পুকুর ও ডোবা ভরাট করার জন্য। কিছুদিন আগেও আড়িয়াল খাঁ নদের উৎরাইল, কলাতলা, সন্নাসীচর ইউনিয়নের হাজী শরীয়তউল¬াহ সেতুর আশেপাশ, বাবনাতলার পশ্চিমে, উত্তর তাঁতপুর, চারকাকৈর, হাটখোলা এলাকায় কমপক্ষে ১০টি ড্রেজার বসানো ছিলো। প্রশাসনের অভিযানের সংবাদ পেয়ে তারা ড্রেজার নিয়ে
পালিয়ে যায়। অভিযানের পর বাওড়ে ফের ২টি বোরিং ড্রেজার বসানো হয়েছে।
সন্নাসীচর এলাকার বাসিন্দা পাভেল হোসেন বলেন, ‘বছরের ১২ মাসই ড্রেজার চলে।
এতে আড়িয়ালখাঁ পাড়ে আমাদের ফসলি জমির অর্ধেকের বেশি অংশ ভেঙ্গে গেছে। এখন
বাড়িটা চলে গেলেই সব শেষ।’ মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন সাংবাদিকদের বলেন, “ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে আমরা জেলার সর্বত্রই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছি। শিবচরের বন্দরখোলায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কথা শুনলাম। আমি ব্যবস্থা গ্রহণ করছি।”

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION