1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বিরুদ্ধে মটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগপত্র দাখিল - Madaripur Protidin
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে শশুর বাড়ির নির্যাতনেসংসার করা হলো না   ইতালি প্রবাসীর স্ত্রী সুমাইয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর -২ আসনে মনোনয়নের দাবীতে জাহান্দার আলী জাহান ও মিল্টন বৈদ্য এর সমর্থকরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে কালকিনিতে দেড়কেজি গাঁজাসহ আন্ত: জেলা মাদক ব্যবসায়ী আটক রাজৈরে শিশুদের মুলস্রোত ধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচীর তাৎপর্য শীর্ষক সেমিনার  মাদারীপুরে দুইটি বিদ্যালয়ে ভবন নির্মানে অনিয়ম ও  দুর্নীতির অভিযোগে অভিযান মাদারীপুরে গৃহবধুর লাশ উদ্ধার গৃহকর্তা  সৌদি, স্ত্রী কারা হেফাজতে । বাড়িতে দূর্ধষ চুরি, মালামাল লুটের অভিযোগ।  মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল

মাদারীপুরে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বিরুদ্ধে মটরসাইকেল চুরির ঘটনায় অভিযোগপত্র দাখিল

  • প্রকাশিত : সোমবার, ৮ জুলাই, ২০২৪, ৯.৪৭ পিএম
  • ৩৯৩ জন পঠিত
মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ঘটনায় গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
অভিযুক্ত ছাত্রলীগের সভাপতির নাম সাদ্দাম মোল্লা। শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অছিম বেপারীর কান্দি গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে। মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক এসএএম ফরহাদ রাহী মীর অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
দাখিলকৃত অভিযোগপত্র সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল ২০২৪ তারিখে মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি টিম শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের শরীফকান্দি এলাকা থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। উদ্ধারকালে চোর চক্রের সদস্য সাইমুন হাওলাদার নামে একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত সাইমুন হাওলাদার তখন জানান মোটরসাইকেলটি সাদ্দাম মোল্লা ও মাসুম মুন্সী তার নিকট রেখেছে বিক্রয়ের জন্য। পরবর্তীতে সাইমুনের বিবরন ও তথ্য প্রমান অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কাশেম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্ত করেন মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক এসএএম ফরহাদ রাহী মীর। তিনি ঘটনা তদন্ত করে গত ২৯ জুন ২০২৪ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আসামী সাদ্দাম মোল্লা (২৬) অভ্যাসগতভাবে অজ্ঞাতনামা ৩/৪ জন চোরের সহায়তায় দেশের বিভিন্নস্থানে চুরি হওয়া মোটরসাইকেল স্বল্প মূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রি করতেন।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, সাদ্দাম মোল্লা দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত পুরাতন মোটরসাইকেলের ব্যবসা করে। আমিও একটা ইয়ামাহা বাইক কিনেছিলাম। পরবর্তীতে আমি জানতে পারি বাইকটি মূলত কাগজবিহীন। এটা নিয়ে শালিস মিমাংসাও হয়েছে।
এই ব্যাপারে শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বলেন, বিষয়টি জানি, বিষয়টি শুনেছি আমরা। সে যেই গাড়িটি বিক্রি করছে সে গাড়িটি (মোটরসাইকেল) আসলে চোরাই। গাড়িটি যার কাছে বিক্রি করছে তাকেও নাকি পুলিশ ধরছে এবং সে স্বীকারোক্তি দিয়েছে যে তার কাছ (সাদ্দাম মোল্লার) থেকে কিনেছে। পরবর্তীতে পুলিশ তাকে খুজতে গিয়েছিলো কিন্তু তাকে পায়নাই। আমরা যতটুকু জানি সে জড়িত। কিন্তু প্রমানিত যদি আইনগত ভাবে হয় তাহলে প্রমানিত। যদি চার্জশিটে নাম চলে যায় তাহলে বিষয়টি নিয়ে উপরস্থ নেতৃবৃন্দের সাথে আলাপ করবো। যদি প্রমানিত হয় সে এটার সাথে জড়িত তহলে আমরা তার বিরুদ্ধে দলগত বা সাংগাঠনিক  ভাবে সিনিয়ার নেতৃবৃন্দের সাথে আলাপ করে ব্যবস্থা নিবো।
তবে মটরসাইকে চুরির ঘটনায় অভিযোগপত্র দাখিলের বিষয় কিছুই জানেন বলে জানান অভিযুক্ত ছাত্রলীগ নেতা সাদ্দাম মোল্লা। এধরনের ঘটনা আমার জানা নেই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!