মাদারীপুর সংবাদদাতা।:
অবহেলিত বধিরদের আবাসনের জন্যে ত্রিশ তলার ভবন দাবী করলেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সদ্য বিদয়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাত আলম হারু চৌধুরী। তিনি রবিবার দুপুরে মাদারীপুরে আন্তজার্তিক ইশারা ভাষা দিবস ও আন্তজার্তিক বধির সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় এ দাবী করেন।
শাহাদাত আলম হারু চৌধুরী বলেন, বিগত সরকারের আমলে বধিরদের জন্যে বহুতল ভবন নির্মাণের আশ^াস দিয়েছিলেন। যাতে করে সমাজের অবহেলিত অসহায় সারাদেশের বধিরদের জন্যে আবাসনের ব্যবস্থা হয়। কিন্তু সেই আশার প্রতিফলন হয়নি। বরং মিথ্যের বুলি দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছে বধিরদের আবাসনের জন্যে ত্রিশ তলার ভবন নির্মাণের দাবী করেন। সেই সাথে বধিরদের উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে সরকারী-বেসরকারী চাকুরীতে সুযোগের দাবীও করেন তিনি।
মাদারীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে দিবসটি উপযাপন করা হয়। এ উপলক্ষ্যে মাদারীপুর পৌর মসজিদের পশ্চিম পাশে অবস্থিত জেলা কার্যালয়ে আলোচনা সভা ও র্যালী করেন বধির সংস্থাটি। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সাবেক সভাপতি শাহাদাত আলম হারু চৌধুরী। এসময় পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. লিটন হাওলাদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, জেলা টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম, সাংবাদিক আরিফুর রহমান, বধির সংস্থার সদস্য আব্দুল বারেক, সাইফুল ইসলাম প্রমুখ। পরে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
Leave a Reply