1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
মাদারীপুরে বহুল আলোচিত মিজান ফকিরের বিরুদ্ধে আদালতে দুদকের চার্জশিট দাখিল - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে হত্যা মামলায় নির্দোষীকে আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। রাজধানীর বসুন্ধরা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ (পুলি)’কে সাভার থেকে উদ্ধার যৌতুকের দায়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী মোঃ শামীম শেখ গ্রেফতার করেছে র‌্যাব পটুয়াখালিতে ধর্ষন মামলার আসামী গ্রেফতার মানিকগঞ্জের সিংগাইর থেকে কহেল মুন্সি হত্যা মামলার প্রধান আসামী হৃদয় মুন্সিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণে অভিযোগ ঢাকার পল্লবী থেকে হেরোইনসহ মাদক স¤্রাট মোঃ জালাল আটক টেকেরহাটে জামায়াতের ইসলমীর  কার্যালয় ও ইসলামি পাঠাগারের  উদ্ধোধন বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। ব্যানার-পোস্টার লাগানো নিয়ে ব্যাপক চাঁদাবাজি ও মারামারি হয়—–রাজৈরে বিএনপি নেত্রী হেলেন জেরীন খান মানিকগঞ্জ সদর থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রবিজুুল ইসলাম  গ্রেফতার

মাদারীপুরে বহুল আলোচিত মিজান ফকিরের বিরুদ্ধে আদালতে দুদকের চার্জশিট দাখিল

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.১১ পিএম
  • ২১৪ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা ॥
মাদারীপুরে দুর্নীতির অভিযোগে বহুল আলোচিত মিজান ফকিরের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্তকারী কর্মকর্তা দর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বাদী হয়ে সোমবার বিকেলে (২৪ ফেব্রুয়ারি) বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে (জেলা ও দায়রা জজ আদালত) এ চার্জশিট দাখিল করেন। অভিযুক্ত আসামী মো: মিজানুর রহমান ফকির (৫৩) রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক ছিলেন । বর্তমানে তিনি মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত। মো: মিজানুর রহমান ফকির মাদারীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পাঠককান্দী এলাকার মো: কিনাই ফকিরের ছেলে। মঙ্গলবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা দর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের দাখিলকৃত চার্জশিট সূত্রে জানা গেছে, আসামি মো: মিজানুর রহমান ফকিরের বিরুদ্ধে ৫৩ লাখ ২০ হাজার ৭৪৭.৫২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখায় আসামি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদস্তে সাক্ষ্য প্রমাণে প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হয়েছে। এছাড়া আসামি ৫৬ ছাপ্পান্ন লাখ ৮০ আশি হাজার ৯৭০.০৭ টাকার সম্পদের তথ্য অসদুদ্দেশ্যে গোপন রেখে মিথ্যা তথ্য প্রদান করে, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অসৎ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যা তদন্তে প্রাথমিকভাবে তার অপরাধ প্রমাণিত হয়েছে।

অন্যদিকে তদন্তে জব্দকৃত আলামত ও রেকর্ডপত্র মোতাবেক দুর্নীতি দমন কমিশন (দুদক) আরো জানতে পারে যে, আসামি মো: মিজানুর রহমান গাড়ী ক্রয়-বিক্রয় ব্যবসার সাথে জড়িত। তিনি গাড়ী ক্রয়ের ব্যবসা করেছেন বলে তিনি নিজে তার বক্তব্যে লিখিতভাবে জানিয়েছেন। তার গাড়ী ব্যবসার থেকে প্রাপ্ত ১২লাখ ৫০পঞ্চাশ হাজার টাকা আয় করেছেন। যেহেতু তিনি একজন সরকারি কর্মচারি হিসেবে গাড়ী ব্যবসা করার কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন। তিনি গণকর্মচারী (আচরণ), ১৯৭৯ এর বিধি-১৭ ধারায় এ বিষয়ে বলা আছে যে, কোন সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোন ব্যবসায়ে জড়িত হতে অথবা অন্য কোন চাকরি বা কার্য করাতে পারবেন না। তিনি সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম-নীতি ও চাকুরীকালীন বিধি-বিধান মানতে বাধ্য। তিনি সজ্ঞানে জেনে বুঝে তা লঙ্ঘন করেছেন। যা দন্ডবিধি ১৮৬০এর ১৬৮ ধারা সুস্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

আসামি একইভাবে গণকর্মচারী আচরণ, ১৯৭৯-এর বিধি-১১ ধারা বিষয়ে বলা আছে যে, কোন সরকারি কর্মচারী ২লাখ ৫০পঞ্চাশ হাজার টাকার অধিক মূল্যের কোন স্থাবর বা অস্থাবর সম্পদ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীর বিভাগীয় প্রধান বা সরকারের অনুমোদন গ্রহণ করাতে হবে। তিনি ১৯৭৯ এর বিধি-১২ ধারা [ভবন, অ্যাপার্টমেন্ট বা ফ্লাট ইত্যাদি নির্মাণ অথবা ক্রয়] বিষয়ে বলা আছে যে, কোন সরকারি কর্মচারী আবেদনের মাধ্যমে সরকারের পূর্বানুমোদন গ্রহণ ব্যতিরেকে ব্যবসায়িক বা আবাসিক ব্যবহারের অভিপ্রায়ে নিজে বা ডেভোলপারের দ্বারা কোন ভবন, অ্যাপার্টমেন্ট বা ফ্লাট ইত্যাদি নির্মাণ করাতে বা ক্রয় করতে পারবে না। তিনি সজ্ঞানে তা লঙ্ঘন করেছেন। তাছাড়া আসামি নিয়ম বহির্ভূত ভাবে ভিপি/অর্পিত সম্পত্তি কেস নম্বর : ঢওও-ঠচ-১২৮/৭৩-৭৪ নং লীজ কেস মূলে ০.১৪০০ একর সরকারি (ভিপি) সম্পত্তি আইন বহির্ভূত বরাদ্দ নিয়ে ভোগ-দখলে আছেন। ভিপি বা অর্পিত সম্পত্তি আইন মোতাবেক যে শহরে লীজ গ্রহীতার নিজস্ব বাড়ি বা জায়গা রয়েছে এবং তাকে ওই শহরের অর্পিত সম্পত্তির কোন বাড়ি বা জায়গা লীজ দেওয়া যাবেনা এই ধরনের পূর্ব লীজ গ্রহীতার লীজ বাতিল করা যাবে। আসামি সজ্ঞানে তা লঙ্ঘন করে নিজে লাভবান হওয়ার জন্য ভিপি সম্পত্তি আইন বহির্ভূত লীজ বরাদ্দ নিয়ে বাউন্ডারি দরজা-ঘর নির্মাণ করে ভোগ-দখলে আছেন।

অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশনের স্মারক নং-৩১০৯৪ তারিখ ২৪/০৮/২০২৩ খ্রি. মোতবেক নির্দেশে; জেলা প্রশাসক. মাদারীপুর এর স্মারক নং-১৭১ তারিখ:১৩/০৮/২০২৪ খ্রি. দ্বারা লীজ বাতিল পূর্বক কমিশনকে অবহিত করা হয়। অর্থাৎ পারিপার্শিক ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, আসামি একজন আইন অমান্যকারী এবং একজন সরকারি কর্মচারী হয়ে লাভের আশায় ব্যবসা এবং অবৈধ সুবিধা গ্রহণে তার পূর্ব রেকর্ড বিদ্যমান।’
এব্যাপারে মঙ্গলবার সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা দর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুরের সহকারী পরিচালক আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!