টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা॥ টেকেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই কিলোমিটার পাইপ ধবংস ও ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সহকারি কমিশনার (ভুমি) মোঃ রইস আল রেজুয়ান এর নেতৃত্বে মাদারীপুরের রাজৈর উপজেলা টেকেরহাট বন্দরের শংকরদীর হাট সংলগ্ন কুমার নদে এ অভিযান পরিচালিত হয়।
অফিস সুত্র জানায়, অবৈধ বালু ব্যবসায়িরা দীর্ঘদিন যাবৎ শংকরদী হাট পাড়ে কুমার নদে ড্রেজার বসিয়ে পুকুর, দীঘি ও জলাশয়সহ বিভিন্ন স্থানে বালু সরবরাহ করে আসছিল – এমন অভিযোগ পেয়ে এ অভিযান পরিচালনা করে। সহকারি কমিশনার (ভুমি) মোঃ রইস আল রেজুয়ান জানান, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করি এ বং দুই কিলোমিটার লম্বা পাইপ ধবংস করে দেই । পাশে আরেকটি ড্রেজারের পাইপ ধবংস করা হয়েছ্।ে এসময় দুইজনকে আটক করা হয় । জরিমানার টাকা জমা দেয়ার পর আটককৃতদের ছেড়ে দেয়া হয়্
Leave a Reply