1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
কালকিনি থানার পুলিশএ্যাসল্ট ও বোমা বিষ্ফোরণ মামলার আসামী মোঃ আলআমিনকে নারায়ণগঞ্জে গ্রেফতার। - Madaripur Protidin
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির পক্ষ থেকে পোস্টার-ব্যানার লাগানো নিষেধ আছে। ব্যানার-পোস্টার লাগানো নিয়ে ব্যাপক চাঁদাবাজি ও মারামারি হয়—–রাজৈরে বিএনপি নেত্রী হেলেন জেরীন খান মানিকগঞ্জ সদর থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রবিজুুল ইসলাম  গ্রেফতার বিয়ে বাড়িতে নাচগান নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আহত ১৫ মাদারীপুরে আধিপত্য নিয়ে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, আহত ৪ ১০ মাসেও দেশের মানুষ সংস্কারের কোন আলোর মুখ দেখেনি- বিএনপির কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরীন খান মাদারীপুরের ঐতিহ্যবাহী রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান মুকসুদপুরে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ওপর হামলা, আহত ৫, আটক এক মাদারীপুরে বর্ষিয়ান সাংবাদিক শাহজাহান খান আর নেই রাজৈরে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস গাজিপুরের কালিয়াকৈর থেকে বিপুল পরিমান জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ রিয়াজ হোসেন  গ্রেফতার  

কালকিনি থানার পুলিশএ্যাসল্ট ও বোমা বিষ্ফোরণ মামলার আসামী মোঃ আলআমিনকে নারায়ণগঞ্জে গ্রেফতার।

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫, ৮.১৪ এএম
  • ১৮০ জন পঠিত

অফিস রিপোটঃ র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর, র‌্যাব-১১ ব্যাটালিয়নসদর, র‌্যাব-৩ সিপিএসসি ও র‌্যাব-১০ সদর কোম্পানী কর্তৃক কালকিনি থানারপুলিশএ্যাসল্ট ও বোমাবিষ্ফোরণমামলারএজাহারনামীয় ০১ নংপলাতকআসামী মোঃআলআমিন (৪০)’কে নারায়ণগঞ্জহতে গ্রেফতার।

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গী, সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত পুলিশ এ্যাসল্ট ও বোমা বিস্ফোরণ মামলার আসামী গ্রেফতার অভিযান দেশব্যাপী সমাদৃত। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর, র‌্যাব-১১ ব্যাটালিয়ন সদর, র‌্যাব-৩ সিপিএসসি ও র‌্যাব-১০ সদর কোম্পানী ঢাকা তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সাদিপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এলাকা হতেপুলিশ এ্যাসল্ট ও বোমা বিষ্ফোরণ মামলারএজাহারনামীয় ০১নং আসামীগ্রেফতারকরে।

ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃমামলার বাদী এসআই(নিরস্ত্র) মোঃ আবুল বাসার মোল্লা, বিপি-৭৮৯৮০৩৭৪৭৮, কর্মস্থল কালকিনি থানা, মাদারীপুর এজাহারনামীয় ২৭ জন সহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন আসামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন যে, বাদী কালকিনি থানার জিডি নং-৪২২, তারিখ-১০-০৪-২০২৫ খ্র্রিঃ মূলে সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় নিয়মিত মামলার পলাতক আসামী গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করাকালীন সন্ধ্যায় সংবাদ পান যে, কালকিনি থানাধীন পৌরসভার ২নং ওয়ার্ডের চর ঠেঙ্গামারার কাচাবাজার মোড়ে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী ও বিভিন্ন মামলার পলাতক আসামী মোঃ আল আমিন (৪০), পিতা-মোস্তফা সরদার, সাং-চর ঠেঙ্গামারা, থানা-কালকিনি, জেলা-মাদারীপুরসহ অজ্ঞাতনামা ২/৩ জন লোক প্রকাশ্যে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাদী উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া একই দিন সন্ধ্যায় উক্ত স্থানে উপস্থিত হইয়া স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে মাদকদ্রব্য বিক্রয়ের সময় হাতে নাতে ০৫ (পাঁচ) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ আল আমিনকে এবং তাহার সহযোগী রাসেদুল ইসলাম (৩৫)কে আটক করে হ্যান্ডকাফ পড়াইয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়।

এমতাবস্থায়ে, এজাহারে উল্লেখিত ৩নং আসামী এটিএম ফরহাদ হোসেন এর নেতৃত্বে সহযোগী আসামীরাসহ অজ্ঞাতনামা ৫০/৬০ জন লোক বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠি-সোটা নিয়া ঘটনাস্থলে উপস্থিত হইয়া বাদীর পথ রোধ করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন এর পক্ষ নিয়া পুলিশের উপর ক্ষিপ্ত হইয়া তর্ক-বিতর্কে লিপ্ত হয়। বাদী ও তার সঙ্গীয় অফিসারে এবং ফোর্সগণ উল্লিখিত আসামীদেরকে বারংবার পুলিশের বৈধ কাজে বাধা না দেওয়ার জন্য অনুরোধ করে। বাদীর কোন কথা না শুনে সকল আসামীসহ অজ্ঞাতনামা আসামীগণ স্বেচ্ছায় পুলিশের উপর চড়াও হয়ে ধস্তাধস্তি করে কিল ঘুসি লাথি মেরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আল আমিন ও তাহার সহযোগী রাসেদুলকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়ে যায়। আসামীদের দ্বারা আঘাত প্রাপ্ত হয়ে বাদী ও তার সঙ্গীয় ফোর্স সামান্য জখমপ্রাপ্ত হয় এবং কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেব গ্রহণ করে।

বাদীর উক্ত অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর জেলার কালকিনি থানার মামলা নং-০৫, তারিখঃ ১১/০৪/২০২৫ খ্রি:,ধারা-১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/১১৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৩/৪ ঞযব ঊীঢ়ষড়ংরাব ঝঁনংঃধহপবং অপঃ ১৯০৮ রুজু হয়।রুজুকৃত মামলার পরবর্তী সময়ে ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ কর্তৃক আবেদন প্রাপ্ত হলে মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে অধিনায়ক, র‌্যাব-৮ এর দিক নির্দেশনায় সিপিসি-৩ মাদারীপুর ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের উদ্দেশ্যে কাজ শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর, র‌্যাব-৩ সিপিএসসি, র‌্যাব-১০ সদর কোম্পানী ও র‌্যাব-১১ ব্যাটালিয়ন সদর কোম্পানীর একটি আভিযানিক দল ২৯এপ্রিল ২৩:৩০ টার সময় নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন সাদিপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এলাকা হতে উক্ত মামলার এজাহারনামীয় ০১ নং পলাতক আসামী মোঃ আল আমিন (৪০) , পিতা-মোস্তফা সরদার, সাং-চর ঠেঙ্গামারা , থানা-কালকিনি, জেলা-মাদারীপুরকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ধৃত আসামীকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!