কালকিনি, মাদারীপুর
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জনাব তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক। তিনি আরো বলেন, আমি আরো অনেক আগেই মা ছেলে যেভাবে কথা বলে সেই ভাবে অধিকার নিয়েই বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেছি ইনশাআল্লাহ। আনিসুর রহমান আরো বলেন, জনাব তারেক রহমান ভাই বলেই আমাকে সম্বোধন করে। আমি যত প্রোগ্রামে গিয়েছি বাংলাদেশের এবং বাংলাদেশের বাহীরে আমি উপস্থিত আছি জনাব তারেক রহমান আমাকে দেখেছে আমার নাম উল্লেখ করে নাই এমন কোন প্রোগ্রাম নাই।
আমার নাম সে একবার হলেও বলছে যে, আমাদের মাঝে উপস্থিত আছেন নির্যাতিত গুম হওয়া খোকন। রাজনীতিতে যে ত্যাগ এবং আপনাদের দোয়া তা বিফলে যাবেনা। তাই এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা ঐক্যবদ্ধভাবে কষ্ট করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করবেন। ডাসার উপজেলা বিএনপির উদ্যোগে রাতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মোঃ আলাউদ্দিন তালুকদারসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।