1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
  মাদারীপুরে  উদযাপিত হলো ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬’ - Madaripur Protidin
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলা আসামি আলমগীর গ্রেফতার   মাদারীপুরে  উদযাপিত হলো ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬’ ঢাকায় ৮৫২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার আরাফ বাংলাদেশ এর শীতবস্ত্র বিতরন মাদারীপুর-৩, প্রচার-প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা ॥ জমে উঠেছে নির্বাচনী মাঠ কালকিনিতে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাজা উদ্ধার। মাদক সম্রাজ্ঞীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। সাংবাদিক ইয়াকুব খান শিশিরের  বিদায়, শোকে কাতর স্বজন ও সংবাদকর্মীরা  মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন মাদারীপুরে কৃষক ছদ্মবেশে সার কিনতে গিয়ে ডিলারকে জরিমানা

  মাদারীপুরে  উদযাপিত হলো ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬’

  • প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১১.৩৯ এএম
  • ১৪ জন পঠিত

মাদারীপুর প্রতিনিধি।: বাংলাদেশে ক্লিন এনার্জি তথা নবায়নযোগ্য জ¦ালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুর ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে ২৬ জানুয়ারী সকাল ১০.০০ টায় মাদারীপুর শহরস্থ প্রেসক্লাব এর সামনে মূল সড়কে মানববন্ধন এর আয়োজন করে। দিবসটির মূল শ্লোগান ছিল ‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ¦ালানি ও সুশাসন’।
উক্ত মানববন্ধনে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সনাকের সদস্যবৃন্দ, ইয়েস গ্রুপের সদস্য, অ্যাকটিভ সিটিজেন প্রুপ (এসিজি); বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ, স্কাউট, সমমনা বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন পেশা ও সমাজের নাগরিক প্রতিনিধিগণসহ প্রায় ১০০ জন নাগরিক অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীগন মনে করেন, দিবসটি উদ্যাপনের মধ্যদিয়ে টিআইবি’র উদ্যোগ, বাংলাদেশে নবায়নযোগ্য জ¦ালানিতে দ্রুততর রূপান্তরসহ সুশাসিত দুর্নীতিমুক্ত ও টেকসই জ¦ালানি ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা বেগবান করবে।

উল্লেখ্য, ক্লিন এনার্জি হিসেবে নবায়নযোগ্য জ¦ালানি একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে, যা টেকসই ভবিষ্যতের পথে উত্তরণে অন্যতম অনুঘটক। সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ এবং ভূতাপীয় শক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে প্রাপ্ত জ¦ালানি আমাদের জীবাশ্ম জ¦ালানির উপর নির্ভরশীলতা হ্রাস এবং বৈশি^ক উষ্ণায়নের প্রভাব কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লিন এনার্জি তথা নবায়নযোগ্য জ¦ালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধিতে সচেতনতা বাড়াতে আন্তর্জাতিক নবায়নযোগ্য জ¦ালানি সংস্থা (আইআরইএনএ)-এর প্রতিষ্ঠার তারিখের সাথে সঙ্গতি রেখে ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ২৬ জানুয়ারি ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এনার্জি হিসেবে ঘোষিত হয়েছে। যার মূল লক্ষ্য হলো জনগণ ও পৃথিবীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পরিচ্ছন্ন জ্বালানির দিকে একটি ন্যায়সঙ্গত, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রূপান্তর সাধনে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত বৈশ্বিক কার্যক্রমকে সক্রিয় ও গতিশীল করা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং শক্তিশালী সমাজ গঠনের চাবিকাঠি হিসেবে নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে নীতি-স্পষ্টতা, সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারন ও তা বাস্তবায়নের সম্ভাবনা এবং বিবিধ চ্যালেঞ্জসহ বাংলাদেশে নবায়নযোগ্য জ¦ালানির রূপান্তর সম্পর্কে সচেতনতা ও চাহিদা বৃদ্ধি করতে নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে।

টিআইবি নাবয়নযোগ্য জ¦ালানি খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরির লক্ষে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সহযোগী, সংশ্লিষ্ট সংস্থা এবং অংশীজনের সঙ্গে কাজ করতে অঙ্গীকারব্ধ। বিশেষকরে, নবায়নযোগ্য জ¦ালানি উৎপাদন বৃদ্ধি ও প্রাসঙ্গিক নীতি প্রনয়নের চাহিদা জোরদার করতে সাধারণ জনগণের সচেতনতা ও অংশগ্রহণ বৃদ্ধি এবং সংশ্লিষ্ট অংশীজনের সক্ষমতা বিকাশের জন্যও কাজ করছে টিআইবি।

দিবসটি উপলক্ষ্যে সনাক সভাপতি খান মো. শহীদ বলেন, আমরা আজ ২য় বারের মত ’আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস’ উদ্যাপন করছি এবং সচেতন নাগরিক হিসেবে আমরা নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহার ও এই খাতে সুশাসন নিশ্চিতকরন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। যাতে করে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ও মানব বসবাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়তে পারি। সম্মিলিত অংশগ্রহণকারীগন এই মহতী উদ্যোগের জন্য টিআইবিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এ ধরণের যুগোপযোগী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সহসভাপতি এনায়েত হোসেন নান্নু ও আন্না আক্তারসহ সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!