রাজৈর(মাদারীপুর)প্রতিনিধি। রাজৈর উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান ইয়াবা ও গাজা উদ্ধার ও মাদক সম্রাজ্ঞীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাদারীপুরের রাজৈর উপজেলার সেনা ক্যাম্প কমান্ডার মেজর আবু সালেহ মোঃ তানজিল ও সহকারি কমিশনার (ভুমি) নাহিদ নেওয়ার শিশির এর নেতুত্বে যৌথ বাহিনীর উপজেলার শাখারপাড় আনন্দমোড় ও টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোষালকান্দি গ্রামে এ অভিযান পরিচালিত হয় । সহকারি কমিশনার (ভুমি)নাহিদ নেওয়াজ শিশির জানান, গোপন তথ্যের ভিক্তিতে রাজৈরে অবস্থিত সেনা বাহিনীর সহযোগিতা নিয়ে ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় আনন্দ মোড়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ি জলিল শেখের ছেলে এনদাল শেখ(৫০) মাদক দ্রব্যসহ আটক করে এবং তার দেয়া তথ্য অনুযায়ী রাজৈর পৌরসভার টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোসালকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক স¤্রাজ্ঞী জীবনী ও সাগির শেখ গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে ৫৭০৭ পিস ইয়াবা, ০১ কেজি ৬৮০গ্রাম গাজা, ৯টি মোবাইল ফোন ও নগদ ২৬৫০ টাকা উদ্ধার করা হয় । এসময় সাথে ছিলেন লেফটেন্যান্ট মোঃ রিদোয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার মোঃ শফিউল ইসলাম ও পুলিশ সদস্য এসআই সঞ্জয় কুমারসহ অন্যান্য সেনা সদস্য।