টুটুল বিশ্বাস, রাজৈর #
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সার্বিক সহযোগিতায় মাদারীপুর-২ আসনের সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি নিজ তহবিল থেকে ২৭০ টি শাড়ী, ১০ টি লুঙ্গি ও নগদ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
জানা গেছে, (১০ মে) সোমবার সকাল ১১টায় লুন্দি বাজারের ইশিবপুর ইউনিয়ন আঃ লীগের কার্যালয়ে ইউনিয়ন আঃ লীগের সিনিয়র সহ-সভাপতি দিদার মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো আঃ হাই মুন্সী সায়েমের সঞ্চালনায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার শরীফ, আক্কাব্বর মাতুব্বর, দবির মোল্লা, শামচু মোল্লা, সুলতান খালাশী, বাবুল খালাশী, জয়নাল মুন্সি, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলী শেখসহ প্রমূখ।
এসময় ইশিবপুর ইউনিয়নের ৯টি ওয়াডে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
Leave a Reply