টেকেরহাট (মাদারীপুর)
মাদারীপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মজিবর শেখ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে । রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকায় কুমার নদী থেকে ডুবন্ত অবস্থায় মজিবর শেখের (৩৭) লাশ উদ্ধার করা হয়। নিহত মজিবর শেখ পূর্ব রাস্তি এলাকার শাহেদ শেখের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলা পূর্ব রাস্তি এলাকার কুমার নদীতে সকালে গোসল করতে যায় মজিবর। দুই ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও বাড়িতে না ফিরে গেলে পরিবারের লোকজন তাকে আশপাশে খুঁজতে থাকে। এ সময় নদীর পাশে মজিবরের পায়ের স্যান্ডেল পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন ডুবুরিদের খবর দেয়। পরবর্তীতে ডুবুরিরা এসে নদীতে তল্লাশী চালিয়ে মজিবরকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মজিবর স্যানেটারী মিস্ত্রী ছিলেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. রিয়াদ মাহমুদ বলেন, পানিতে ডুবে যাওয়া এক ব্যক্তিকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। পরে চেকআপ করে দেখি হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সে মারা গেছেন।
Leave a Reply