1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
লিবিয়ায় নিহত রাজৈরে হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম  - Madaripur Protidin
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ ইলিশ নিধন নিষেধাজ্ঞা থাকলেও থামছে না,মাদারীপুরে পদ্মা নদীর তীরে ইলিশের হাট শ্রীপুর থেকে ১৪ বছর বয়সী  এক শিশু কে অপহরণ ও ধর্ষন মামলার প্রধান আসামি রিফাত হোসেন স্বপন গ্রেফতার মাদারীপুরে প্রবীন দিবস পালিত

লিবিয়ায় নিহত রাজৈরে হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম 

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুলাই, ২০২১, ৫.২৮ পিএম
  • ১৪১৬ জন পঠিত

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।
স্বচ্ছল জীবন ও ভবিষ্যত সুখের আশায় অবৈধভাবে সমুদ্রপথে ইতালী যাবার সময় লিবিয়ার ভুমধ্যসাগরে হিটস্টকে এবার প্রাণ গেলো মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট ঘোসালকান্দি গ্রামের মোশারফ কাজীর ছেলে যুবক হৃদয় কাজীর। আদরের সন্তানকে হারিয়ে পরিবারজুড়ে এখন চলছে শুধুই শোকের মাতম। এই ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আর, বরাবরের মতো দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছে পুলিশ।

পরিবারের বড় সন্তানের অকাল মৃত্যুর এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজনরা। হৃদয়ের মৃত্যুর এখবর পাওয়ার পর পরই পরিবারে চলছে কান্নার রোল। এলাকাবাসীও শোকহত।

স্বজনরা জানায়, তিন মাস আগে দালালদের খপ্পড়ে পড়ে রাজৈর পৌরসভার ১নং ওয়ার্ডের টেকেরহাট ঘোষালকান্দি এলাকার মোশারফ কাজীর ছেলে হৃদয় লিবিয়ায় আটকা পড়ে। গত ১৯ জুলাই লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় দালালরা ইতালীর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধ্য করে। পরে মাঝপথে নষ্ট হয়ে যায় ট্রলারটি। এতে প্রচন্ড রোদে হিটস্টকে প্রাণ হারায় হৃদয়।
একই বোর্টে থাকা নিহত হৃদয় কাজীর বন্ধু হৃদয় শেখ জানায়, হৃদয় কাজী আমার কোলেই পানি পানি করতে করতে মারা গিয়েছে। আমিও অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছি। এছাড়াও একই উপজেলার ছাতিয়ানবাড়ী গ্রামের সাধন বিশ্বাস, হোসেনপুর এলাকার জিন্নাত শেখ এবং শংকরদী গ্রামের সাগর সিকদারও চিকিৎসাধীন আছে।
নিহত হৃদয় কাজীর মা কোমেলা বেগম কান্নাজরিত কন্ঠে বলেন, আমার ছেলে হৃদয় কাজীর সাথে সর্বশেষ আমার সাথে ১৭ জুলাই ফোনে কথা হয়েছে । তখন আমার ছেলে কেদে কেদে আমাকে বার বার বলছিল মা আমাকে দালালরা মারধর করে । ঠিকমত খাবার দেয় না ।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বড়দিয়া গ্রামের মানবপাচার চক্রের সদস্য আক্কাস ফকিরের ছেলে ইলিয়াছ ফকির ও টুটুল ফকির ইতালী যাবার স্বপ্ন দেখিয়ে হৃদয়ের পরিবারের কাছ থেকে দুই দফা আদায় করে ৭ লাখ ৪০ হাজার টাকা। ধারদেনা করে এই টাকা জোগাড় করে দিলেও শেষরক্ষা হলো না আমার হৃদয়ের।
এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। হৃদয়ের সাথে ওই ঘটনায় রাজৈর উপজেলার আহত ১০ যুবক গুরুতর অবস্থায় লিবিয়ার স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের ফিরে পেতে সরকারের সহযোগিতা চেয়েছেন অসহায় পরিবারগুলো।

রাজৈর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!