অফিস রিপোর্টঃ কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ কম্বনিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪,৩০০ পিস ইয়াবাসহ ০১ জন মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ কম্বনিয়াপাড়া সাকিনস্থ এলাকায় খারাংখালী বাজার হতে কম্বনিয়াপাড়াগামী রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল সেপ্টেম্বর উপরোক্ত স্থানে পৌঁছালে একজন মহিলাকে তার বাম হাতে একটি শপিং ব্যাগসহ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মহিলার গতিবিধি সন্দেহজনক হওয়ায় উক্ত স্থানে উপস্থিত মহিলা স্বাক্ষী দ্বারা তার দেহ তল্লাশী করে তার হাতে থাকা শপিং ব্যাগ হতে সর্বমোট ৪,৩০০ (চার হাজার তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় তার পরিচয়, ফাতেমা (৪০), স্বামী- মোঃ আবুল কাশিম, সাং- কম্বনিয়াপাড়া, ওয়ার্ড নং-০৯, ইউপি- হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
Leave a Reply