অফিস রিপোর্টঃ সদর থানাধীন খুরুশকুল এলাকায় র্যাব-১৫ এর অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব ১৫।
র্যাব জানায়, ২৯ নভেম্বর রাতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন নতুন খুরুশকুল রোডস্থ সিকদার মাকেট এর সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। গফুর উদ্দিন (২৮), পিতা- আব্দুস সালাম, মাতা- মৃত সাইরা খাতুন, সাং- আনজুমান পাড়া, ৯ নং ওয়ার্ড, বালুখালী, ইউপি- পালংখালী, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারকে আটক করে এবং ২। নুরুল আমিন (৪২), ৩। নুর মোহাম্মদ (৩৭) উভয় পিতা- ইমাম শরীফ, মাতা- ছবুরা খাতুন, উভয় সাং- আনজুমান পাড়া, বালুখালী, ইউপি- পালংখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের হেফাজতে থাকা সিএনজি তল্লাশী করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং সিএনজিটি জব্দ করে। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, পলাতক আসামীসহ
সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত
Leave a Reply