1. : deleted-lq3vXzn1 :
  2. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  3. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  4. jmitsolutionbd@gmail.com : support :
  5. : wp_update-1720111722 :
রাজৈরে ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস কোর্ট জালিয়াতি মামলায় ওয়ারেন্টের আসামী হয়ে পলাতক - Madaripur Protidin
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনে বাঁধা দেয়ায় ইউপি সদস্যকে পিটিয়ে মারাত্মক জখম মাদারীপুরে সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায়- সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিল । আমরা কখনোই তাকে প্রধানমন্ত্রী বলতাম না – রাজৈরে চরমোনাই পীর । মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন: আহত ২০ কালকিনিতে ভ্যানের ধাক্কায় শিশু নিহত মন্দিরের হিসাব নিয়ে দ্বন্ধে রাজৈরে কৃষককে পিটিয়ে হত্যা: দোষীদের বিচারের দাবীতে মাদারীপুরে মানববন্ধন অপশক্তি রুখতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন মাদারীপুরে নবাগত ডিসি মাদারীপুরে কাওয়ালী সংগীতানুষ্ঠান বহিরাগতদের হামলায় পন্ড: তিন জন আহত আওয়ামীলীগ হলো নাটক আর নায়ক-নায়িকাদের সংগঠন: আল্লামা মামুনুল হক অন্যায়-অপরাধ করলে আমার বিরুদ্ধে নির্বিঘেœ লিখবেন: মাদারীপুরে নবাগত এসপি

রাজৈরে ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাস কোর্ট জালিয়াতি মামলায় ওয়ারেন্টের আসামী হয়ে পলাতক

  • প্রকাশিত : বুধবার, ১৩ জুলাই, ২০২২, ১২.৫০ পিএম
  • ৫৭৫ জন পঠিত

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাস কোর্ট জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হয়ে পলাতক রয়েছেন । ফলে দীর্ঘদিন যাবত ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে । পুলিশের দাবি ওয়ারেন্টভুক্ত আসামী বিধান বিশ্বাসকে খুজে পাওয়া যাচ্ছে না ।

মামলার বিবরনে জানাযায়, আদালতের নথি জালিয়াতির অভিযোগে সি.আর ৮০২/২১ নং মোকদ্দমায় মাদারীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চেয়ারম্যান বিধান বিশ্বাস ও তার সহযোগিদের বিরুদ্ধে গ্রেফাতারী পরোয়ানা ইস্যু করেছেন। আদালতের স্মারক নং ৬২৬ তাং ৭.৬.২০২২ এর বরাতে কোর্ট পুলিশ পরিদর্শক স্বারক নং ২৪০ তাং ৭.৬.২০২২ মূলে রাজৈর থানাকে গ্রেফতারী পরোয়ানা তামিল করার জন্য প্রেরন করে ।

১৩৪/২০১০ মামলার নথি জালিয়াতি করে আসামী তার সহযোগিদের যোগসাজসে নিজের নাম বিধান বিশ্বাসের এর পরিবর্তে েসাদৃশ্যপুর্ন “ধিধান বিশ্বাস” করার অভিযোগে মাননীয় হাইকোর্ট বিভাগ বিধান বিশ্বাস ও তার সহযোগি ৯জনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন । তদন্তের পর উক্ত নির্দেশক্রমে মাদারীপরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তার নাজিরের মাধ্যমে সি.আর ৮০২/২০২১ দায়ের করেন ।
উল্লেখ্য গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চেয়ারম্যান বিধান বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জাতীয় তালিকাভূক্ত অবৈধ মানবপাচারকারীও বটে ।

অভিযুক্ত চেয়ারম্যান বিধান বিশা্স জানান, এ মামলায় আমি জামিন চেষ্টা করছি। আশাকরি তাড়াতাড়ি জামিন হয়ে যাবে।
এদিকে কোন কাজ না করেই কতিপয় প্রকল্প সমাপ্ত দেখিয়ে বা অনুদানের কোন টাকা প্রদান না করেই প্রদান করা হয়েছে মর্মে সরকারী টাকা আতœসাৎ করার অভিযোগে চেয়ারম্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পূর্ণাঙ্গ অনুসন্ধান চলছে । ইতোপূর্বে দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক অনুসন্ধান করে কতিপয় অভিযোগের সত্যতা পেয়েছে ।

পুলিশ আসামী খুজেঁ না পেলেও ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও স্থানীয় জনগনের ভাষ্যমতে চেয়ারম্যান বিধান বিশ্বাসকে এলাকায় নিয়মিত ঘোরাফেরা করতে দেখা যায় । এমনকি প্রায় প্রতিদিনই ইউনিয়ন পরিষদের কতিপয় সদস্যদের নিয়ে তিনি বৈঠকও করছেন । চায়ের দোকানে আড্ডাও দিচ্ছেন । উল্লেখ্য, তার গ্রামেই বাজারের মুখে একটি পুলিশ ফাঁড়ি রয়েছে । স্থানীয় জনগনের ধারনা তিনি একটি রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছেন বলেই পুলিশ তাকে খুজে পাচ্ছে না ।

রাজৈর থানা ওসি মোঃ আলমগীর হোসেন বিধানের বিশ^াসের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে সত্যতা স্বীকার করে জানান তাকে গ্রেফতারে কয়েকবার অভিযান চালানো হয়েছে কিন্ত পাওয়া যায় নি। তবে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION