টেকেরহাট (মাদারীপুর)সংবাদদাতা।
মাদারীপুরের রাজৈর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন খোন্দকার আবদুল মতিন (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন (৭১ টেলিভিশন ও আজকের পত্রিকার রাজৈর উপজেলা প্রতিনিধি) মোনাসিফ ফরাজী সজীব ।
এছাড়া সহ-সভাপতি পদে জাহাঙ্গীর আলম (ভোরের কাগজ) ও খোন্দকার রুহুল আমীন মুকুল (দৈনিক যুগান্তর), যুগ্ম সম্পাদক পদে মোঃ আসাদুজ্জামান নাজির (সু-প্রভাত), সুজন হোসেন রিফাত (দৈনিক ডেল্টা টাইম), সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক টুটুল (দৈনিক মানবকন্ঠ), দপ্তর সম্পাদক মাহিদুল ইসলাম (বাংলাদেশের খবর), অর্থ-সম্পাদক কাজী মোঃ জাফর (দৈনিক বাংলাদেশ), সাহিত্য- ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহীন শাহ (দৈনিক সূর্যোদয়), প্রচার ও প্রকাশক সম্পাদক আবু হাসান(দৈনিক সন্ধ্যাবানী), কার্যকরী সদস্য শাহাবুদ্দিন সাহা (দৈনিক খবর), কার্যকরী সদস্য শাহ আলম মিয়া (দৈনিক সরোজমিন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় প্রেসক্লাবের নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট সমাজসেবী মোঃ হায়দার হোসেন, রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অন্যতম সদস্য বরুন কুমার মন্ডল ও মোঃ রিন্টু শিকদার নির্বাচন পরিচালনা করেন।
বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।