টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনকে কেন্দ্র করে ১৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচনী অফিস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে অর্ধশতাধিক নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাব্বির খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম জুন্নু, বাটিকামারী আওয়ামী লীগ সভাপতি মঞ্জুর মোরশেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, দিগনগর ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ আলী, গোহালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিয়া, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্যা, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলাম, দিগনগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মাসুদুর রহমান, খান্দারপাড়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলন মোল্যা, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাওন আশরাফ বোরহান, কলেজ ছাত্রলীগ নেতা রিয়াজ ইসলাম রাজ প্রমুখ।
অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্যে বলেন, আওয়ামী লীগের নির্বাচনী অফিস ভাংচুর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে অর্ধশতাধিক নেতাকর্মী আহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানাই। একই সাথে উপ-নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ইবাদত মাতুব্বর ও তার সন্ত্রীদের গ্রেফতার কামনা করছি।
উল্লেখ্য আগামী ২৭ জুলাই মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে ১৫ জুলাই শুক্রবার বিকালে স্বতন্ত্র প্রার্থী এবাদত মাতুব্বরের (আনারস) মার্কার একটি মিছিল বের করে তার কর্মী ও সমর্থকরা । এসময় মিছিলটি বাটিকামারী বাজারে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শাহ নাজিম উদ্দিনের নির্বাচনী ক্যাম্পের সামনে আসলে উভয় পক্ষের কর্মী ও সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয় । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিকাল ৫টা থেকে রাত ৮ পর্যন্ত তিন ঘন্টা ব্যাপি সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৫০জন আহত হয় । মারাতœক আহতদের মধ্যে ১৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে । অন্যান্য আহতদের ফরিদপুরসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে । সংঘর্ষের সময় উভয় পক্ষের নির্বাচনী ক্যাম্পসহ বেশ কিছু দোকানপাট ও একাধিক মোটরসাইকেল ভাংচুর ও লুটপাট হয় । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
চলতি বছর ২৬ মার্চ সড়ক দুর্ঘটনায় বাটিকামারী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির (৭২) মারা যাওয়ায় আগামী ২৭ জুলাই উপজেলার বাটিকামারী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ##