টেকেরহাট(মাদারীপুর)সংবাদদাতা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পুজা উপলক্ষে মাদারীপুরের রাজৈর উপজেলার বিভিন্ন দুর্গা পুজা মন্ডপ পরিদর্শন করছেন মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
মঙ্গলবার উপজেলার আড়ুয়াকান্দি, কদমবাড়ি ও খালিয়া অঞ্চলের পুজা মন্ডপগুলি পরিদর্শন করেন। এসময় সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর আওয়ামীলীগের (একাংশ) আহবায়ক সাহাবুদ্দিন সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, সাবেক জেলা পরিষদ সদস্য নুরজাহান পারুল, সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুসহ অন্যান্য নেতবৃন্দ।সোমবার উপজেলার লখন্ডা, পাখুল্যা, আমগ্রাম ও বাজিতপুরের পুজা মন্ডপগুলি পরিদর্শন করেন।