টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা।।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের কথা বিশ^াস করেন। এজন্যই দেশের সবখানেই একটি কথা শোনা যায়, শেখ হাসিনার বিকল্প কিছু নেই। । পেশিশক্তি কিংবা বন্দুকের নলের সাহায্যে নয়, জনগনের ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। দেশের জনগণ শেখ হাসিনা সরকারকে ভালবেশে ভোট দিয়ে বার বার নির্বাচিত করছে । সারা বাংলাদেশ নির্বাচনের জন্য তৈরী হচ্ছে, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো ক্ষমতায় এনে শেখ হাসিনাকে বিজয়ী করবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। বুধবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন কুমার নদের তীরে তাতীকান্দা এলাকায় টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার ষ্টেশন উদ্ধোধন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মাদারীপুর-০২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। উপস্থিত ছিলেন স্বরাষ্ট মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আবদুল আল মাসুদ চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহা পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহিন চৌধুরী, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি আফম ফুয়াদ ,মাদারীপুর মহিলা ক্রীড়া সংস্থার ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, মোঃ আলমগীল হোসেন, সাকিলুর রহমান সোহাগ, রাজৈর উপজেলা আওয়ামলীগের আহবায়ক(একাংশ) সাহাবুদ্দিন সাহা ও গনমাধ্যম কর্মীবৃন্দ।