রাজৈর (মাদারীপুর)প্রতিনিধি।।
মাদারীপুরের রাজৈরে মধূর চাক কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । সোমবার সকালে উপজেলার বদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে । নিহত সোহাগ মাতুব্বর (৩৫) ওই গ্রামের মৃতঃ লতিফ মাতুব্বরের ছেলে ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, সোমবার সকালে সোহাগ মাতুব্বর (৩৫) মধূ আরোহন করতে বাড়ি থেকে বের হন । পরে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দুরে পূর্ব বদরপাশা জিয়া মাতুব্বরের বাড়ির পূর্ব পাশে একটি গুডুল গাছে মধূর চাক কাটতে উঠে । এসময় গাছের সাথে বিদ্যুতের তার থাকায় বিদ্যুতায়িত হয়ে পুকুরে পড়ে যায় । পরে স্থানীয় লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যত চিকিৎসক সোহাগ মাতুব্বরকে (৩৫) মৃত ঘোষনা করেন । রাজৈর থানার ওসি মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।