মনজুর হোসেন, মাদারীপুর:
মাদারীপুরে করোনা পরীক্ষার রিপোর্টে সদর হাসপাতালেল নার্সসহ একদিনে নতুন করে সর্বোচ্চ ২১ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৬, রাজৈর ৭, কালকিনি ৭ এবং শিবচরে একজন। মাদারীপুরে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮৫ জনে। নতুন শনাক্তদের বাড়িতে ও হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম।
মাদারীপুর সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর হাসপাতালের একজন নার্স রয়েছেন। গত ২৪ ঘন্টায় একজন সুস্থ্য হয়েছেন। আক্রান্ত ৮৫ জনের মধ্যে সুস্থ্য হয়েছে ৪৫ ও চিকিৎসাধীন ৩৮ এবং মৃত্যু বরন করেছে ২ জন।
Leave a Reply