টেকেরহাট(মাদারীপুর)সংবাদদাতা।:
মাদারীপুরে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে । সোমবার সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদিক্ষণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালীতে যোগ দেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও শ্রমিকরা। এ সময় তারা শ্রমিকদের নায্য পাওনা ও দাবী মেনে নিয়ে মালিকদের প্রতি কাজের সুযোগ করে দেবার আহবান জানান। দিনটি উপলক্ষে মাদারীপুর জেলা থেকে বিভিন্ন স্থানে আধাবেলা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি খন্দকার খাইরুল হাসান নিটুল, সহ-সভাপতি বাবলু বেপারী, কালু মোল্লা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, শ্রমিক নেতা ফায়েজুল শরীফসহ অনেকেই।