1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকীর অভিযোগ - Madaripur Protidin
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৃহকর্তা  সৌদি, স্ত্রী কারা হেফাজতে । বাড়িতে দূর্ধষ চুরি, মালামাল লুটের অভিযোগ।  মাদারীপুরের শিবচরে প্রায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ র‌্যাব ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর যৌথ অভিযান । নকল যৌন উত্তেজক ঔষধ ও নিম্মমানেল কয়েল উদ্ধার। প্রতিষ্ঠানকে জরিমানাসহ মামলা দায়ের নগণের শান্তি নিশ্চিত করাই জাকের পার্টির মূল কাজ- জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাড়াতে চায় সোমবার থেকে শুরু হচ্ছে দক্ষিণাঞ্চলের বৃহৎ স্বল্প মুল্যের কাঠের আসবাবপত্রের ঐতিহ্যবাহী কুন্ডু বাড়ির মেলা কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগার থেকে পলাতক শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ড পরোয়না প্রাপ্ত আসামি গ্রেফতার দেহব্যবসায় বাধ্য করার আন্তর্জাতিক নারী পাচার চক্রের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেফতার মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত মাদারীপুরে ১০ কোটি ৭৫ লাখ টাকার সেতুটি ভূমি অধিগ্রহণ জটিলতায় নির্মাণকাজ বন্ধ,চরম দুর্ভোগে হাজারো মানুষ

মামলা তুলে নেয়ার জন্য বাদীকে হুমকীর অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩, ১১.০২ এএম
  • ২৮২ জন পঠিত
মাদারীপুর প্রতি‌নি‌ধি:
মামলা তুলে নেয়ার জন্য মাদারীপুরের কালকিনিতে মোসা. মরিয়ম বেগম (৪২) নামে এক বাদীকে হুমকী ও মারধরের অভিযোগ পাওয়া গেছে আসামী ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামে এই ঘটনা ঘটে।
এদিকে মরিয়ম বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার। তবে মারধরের ও হুমকীর ঘটনায় মামলা করতে সাহস পাচ্ছেনা ওই অসহায় পরিবার। এদিকে মারধরের পরে বাদীর পরিবারের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভূক্তভোগী জানান, ২০১০ সালে পারিবারিকভাবে মরিয়ম বেগমের মেয়ে তামান্না আক্তারের সাথে একই উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর গ্রামের মজিবর হাওলাদারের ছেলে রফিক হাওলাদারের আনুষ্ঠানিকভাবে ঢাকায় বসে বিয়ে হয়। বিয়ের পরে তারা ঢাকায় বসবাস করে আসছেন। পরে তাদের সংসারে লাবিবা নামের ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে রফিক ও তার বাবা-মা তামান্নাকে যৌতুকের জন্য খুব নির্যাতন করত। নির্যাতন সহ্য করতে না পেরে তামান্না তার বাবা-মাকে জানালে তারা কয়েক ধাপে প্রায় দশ লক্ষ টাকা যৌতুক প্রদান করে। পুনরায় রফিক তার স্ত্রী তামান্নার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য নির্যাতন শুরু করে। তামান্না এতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে তার বাবার বাড়ি পাঠিয়ে দেন। উপায়ান্ত না পেয়ে তামান্নার মা মরিয়ম বেগম বাদী হয়ে লম্পট স্বামী রফিক হাওলাদারকে আসামী করে ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেন। পরে ঈদ উপলক্ষে গ্রামে বেড়াতে এসে গত রোববার দুপুরে মামলার বাদী মরিয়ম ও রফিকের মেয়ে লাবিবা তার দাদা বাড়ি দেখতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে রফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ধরনের হুমকী প্রদর্শন করেন রফিক। এবং এসময় বাদীকে মারধর করেন আসামী পক্ষের লোকজনে।
মরিয়ম বেগম বলেন, ‘আমার নাতি লাবিবার বয়স প্রায় দশ বছর। বর্তমানে সে চতুর্থ শ্রেণিতে পড়ে। রফিক আমার মেয়েকে যৌতুকের জন্য অনেকবার নির্যাতন করেছে। আমরা অনেকবার তাদের মিমাংসার জন্য ডেকেছি, তারা রাজি হয়নি। অবশেষে আমি মামলা করেছি। মামলা করার পর জানতে পেরেছি রফিক আমার মেয়ের আগে একটি বিয়ে করেছিল। তামান্নার বিয়ের সময় তারা বিষয়টি গোপন করেছিল। রফিক আমার মেয়ের জীবন তো নষ্ট করেছেই, এখন আমি আমার নাতির ন্যায্য অধিকার চাই। তারা আমার নাতীর কোন প্রকার খোঁজখবর রাখে না। এবং লাবিবাকে তার বাবার বাড়ি দেখাতে এসে জানতে পারি রফিক আরও একটি বিয়ে করেছে। তৃতীয় স্ত্রী নিয়ে রফিক বাড়িতে সংসার করছে। আমি লাবিবাকে নিয়ে তাদের বাড়িতে ঢোকা মাত্রই রফিক আমার ওপর ক্ষিপ্ত হয়। এ সময় ‘লাবিবা তার বাবার বাড়ি আসলে সমস্যা কোথায়’ এই কথা বলা মাত্র রফিক বলে আগে মামলা উঠান পরে বাড়ি আসবেন। আমি তখন লাবিবার একটা ব্যবস্থা করলে মামলা উঠাবো জানালে রফিকের মা হেনা বেগম ও তার চাচাতো ভাইয়ের স্ত্রী হ্যাপী আমার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয়। পরে রফিক ও তার বাবা আমাকে মারধর করে। পরে রফিকের ভাই কামাল আমাদের উদ্ধার করে বাড়ি থেকে বের করে দেন।’
অভিযুক্ত রফিক বলেন, “আমরা শুধু তাকে মামলা উঠানোর জন্য বলেছি। আমার মা ও ভাবি তাকে বুঝিয়েছেন।”
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামিম হোসেন বলেন, এ ঘটনায় এখানো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!