1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে সরকারি দপ্তরের কোটি কোটি টাকা বিদ্যুৎবিল বকেয়া - Madaripur Protidin
বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ডিবি পরিচয়ে ডাকাতি করার সময় ৪ জন আটক :৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার  পল্লবীতে ডাকাতি’র প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ জন গ্রেফতার মাদারীপুরে তিনটি আসনে লড়বেন ২৭ প্রার্থী মাদারীপুরে জাকির কাজীর ভয়ে আতঙ্কিত দুটি গ্রামের মানুষ যারা নির্বাচনকে বালচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে -মাদারীপুরে উপদেষ্টা আদিলুর রহমান খান এদেশের মানুষ ভোট দিয়ে ১৫ বছর বন্দী ছিল, গুম-নির্যাতনের শিকারও হয়েছে: মাদারীপুরে  উপদেষ্টা আদিলুর রহমান খান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার সাথে আমার দলের সম্পর্ক না আত্মার সম্পর্ক-আনিসুর রহমান খোকন রাজৈরে জমিজমা বিরোধ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন মাদারীপুরে দৈনিক ইত্তেফাকের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইসলামী জোটের সবুজ সংকেত পেয়ে মনোনয়ন ফরম কিনলেন মুফতি সোবাহান

মাদারীপুরে সরকারি দপ্তরের কোটি কোটি টাকা বিদ্যুৎবিল বকেয়া

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩, ৬.০১ পিএম
  • ৩৪৪ জন পঠিত

মাদারীপুর সংবাদদাতা।
মাদারীপুরে বছরজুড়ে বেশ কয়েকটি সরকারি ও শায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা বিদ্যুৎবিল বকেয়া থাকলেও আদায় করতে পারছেনা ওজোপাডিকো। শুধুমাত্র চিঠি দিয়ে দায় এড়ানোর চেষ্টা বিদ্যুৎ বিভাগের। এতে ক্ষুব্ধ সচেতন নাগরিক সমাজ। বরাদ্দ পাওয়ার সাথে সাথে বিল পরিশোধের কথা জানায় সংশ্লিষ্টরা। এদিকে পাওনা আদায়ে কার্যক্রম চলমান রয়েছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার।

জানা যায়, মাদারীপুরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অধীনে ৫ কোটি ২২ লাখ টাকা বিদ্যুৎবিল বকেয়া পড়েছে। এরমধ্যে শীর্ষ তালিকায় রয়েছে মাদারীপুর পৌরসভা। যার বকেয়া বিলের পরিমান ৪ কোটি ৬ লাখ ৫২ হাজার ৮শ’ ৮৬ টাকা। আর ৩৯ লাখ ৩৮ হাজার ৯শ’ ৪ টাকা বিদ্যুৎবিল বকেয়া থাকায় ২য় স্থানে রয়েছে পুলিশ সুপারের কার্যালয়। এদিকে তৃতীয় স্থানে রয়েছে সিভিল সার্জনের কার্যালয়, সেখানে বছরে বকেয়ার পরিমান ২০ লাখ ১২ হাজার ৭শ’ ১৯ টাকা। এছাড়া এই তালিকায় গণপূর্ত অধিদপ্তর, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, জেলা কারাগার, সড়ক ও জনপদ বিভাগ, শিল্পকলা একাডেমিসহ মোট ১৪টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ সচেতন নাগরিক সমাজ।

সচেতন নাগরিক কমিটির মাদারীপুরের সদস্য খান মোহাম্মদ শহীদ বলেন, দুইমাসের বিদ্যুৎবিল বকেয়া থাকলে কোন ধরনের নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করার বিধান রয়েছে। অথচ এসব প্রতিষ্ঠানে লাখ লাখ টাকা বিদ্যুৎবিল থাকলেও শুধুমাত্র চিঠিতেই সীমাবদ্ধ বিদ্যুৎবিভাগ। এটা কোন নিয়ম হতে পারে না। সাধারণ গ্রাহকের ক্ষেত্রে দুই মাসের বিল বকেয়া থাকলে সংযোগ বিচ্ছিন্ন করতে কর্মকর্তারা চলে আসে, কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া, তাদের বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ নেয়া উচিৎ।
মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাফিজা বাশার পপি বলেন, বারোমাসের বিদ্যুৎ বিল একসাথে প্রদান করা হয়। এটি জুন মাসের শেষের মধ্যে দেয়া হয়। এই অর্থবছরেও পাওনা সব বিদ্যুৎ বিল পরিশোধ করা হবে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম খান জানান, বরাদ্দ আসতে দেরি হওয়ায় বকেয়া হয়েছিল বিল। এরইমধ্যে বড় একটি অংশ পরিশোধের জন্য চেক প্রদান করা হয়েছে। এই চেকের অর্থ বিদ্যুৎ বিভাগ শিগগিরই তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। এছাড়া অল্পকিছু বিল বকেয়া থাকলেও চলতি অর্থবছরেই পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।
মাদারীপুরের সিভিল সার্জণ ডা. মুনীর আহম্মদ খান বলেন, বিদ্যুৎ বিলের অর্থ প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এরইমধ্যে আংশিক বিল প্রদানও করা হয়েছে। সরকারি এক দপ্তরের অর্থ, আরেক দপ্তর নিবে, এতে একটু বিলম্ব হলেও কোন সমস্যা হবার কথা নয়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, দ্রুত বকেয়া বিল আদায় করতে দায়িত্ব পালন করছেন ৪ জন সহকারি প্রকৌশলী। তাদেরকে চিঠির মাধ্যমে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে। চলতি অর্থবছরেই পাওনা সকল দপ্তরের বকেয় বিদ্যুৎ বিল আদায় সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!