1. abdulmotin52@gmail.com : ABDUL MOTIN : ABDUL MOTIN
  2. madaripurprotidin@gmail.com : ABID HASAN : ABID HASAN
  3. jmitsolution24@gmail.com : support :
মাদারীপুরে ইতালী প্রবাসীর সঙ্গে ফেইসবুকে পরিচয় সূত্রে প্রেম ॥ বিয়ের প্রলোভন দিয়ে হোটেলে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ ॥ ধর্ষকসহ আটক-৪ - Madaripur Protidin
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় র‌্যাব-৪ এর অভিযানে হাতেনাতে ২ জন গ্রেফতার রাজৈরে জামায়াতে ইসলামের বিশাল সমাবেশে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়া আহবান কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত মাদারীপুরের ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাদারীপুরের শিবচরে বিল পদ্মা নদীতে উৎসব মুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত, হাজারো দর্শনার্থীদের ঢল বসতবাড়ির খড়ের পালায় মাদক: র‌্যাব-৪ এর অভিযানে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১ বরিশালে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম পলাতক আসামী গ্রেফতার

মাদারীপুরে ইতালী প্রবাসীর সঙ্গে ফেইসবুকে পরিচয় সূত্রে প্রেম ॥ বিয়ের প্রলোভন দিয়ে হোটেলে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ ॥ ধর্ষকসহ আটক-৪

  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৫.৩৮ পিএম
  • ৭৫৮ জন পঠিত

মাদারীপুরে ইতালী প্রবাসীর সঙ্গে ফেইসবুকে পরিচয় সূত্রে প্রেম ॥
বিয়ের প্রলোভন দিয়ে হোটেলে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ ॥ ধর্ষকসহ আটক-৪

মাদারীপুর প্রতিনিধি ॥
বায়েজিদ নামে ইতালী প্রবাসী এক যুবকের সঙ্গে ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের এক শিক্ষার্থীর (১৬)। ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রোববার সকালে বাড়ি থেকে ডেকে হোটেলে নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষক বিয়ে করতে অস্বীকার করায় ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে মাদারীপুর শহরে ভূঁইয়া ইন: আবাসিক হোটেলে। এই ঘটনায় রাতে অভিযুক্ত বায়েজিদসহ ধর্ষণের সহযোগী ৪ জনকে আটক করেছে মাদারীপুর সদর থানা পুলিশ। এব্যাপারে রোববার রাতে ওই শিক্ষার্থীর দাদী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে ।

পুলিশ ও নির্যাতিতার পরিবার জানায়, মাদারীপুরের শিবচরের ইতালী প্রবাসী বায়েজিদ মাতুব্বরের সাথে ৬ মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় মাদারীপুর সদরের মা-বাবা হারা ওই শিক্ষার্থীর। এরপর দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার সকালে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য ওই ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে মাদারীপুর শহরের ভূঁইয়া ইন: আবাসিক হোটেলে ওঠে। সেখানে বিয়ের আশ্বাস দিয়ে তাকে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে বায়েজিদ। পরে বিয়ে করতে অস্বীকার করায় ওই শিক্ষার্থী ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পালানোর চেষ্টা করে বায়েজিদ। পরে বিষয়টি জানতে পেরে কিশোরীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
ওই কিশোরীরর ভাই জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে বায়েজিদ এই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার এমন বিচার চাই, যা দেখে অন্যকেউ ভবিষ্যতে এমন কাজ করতে সাহস না পায়।

। পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত বায়েজিদসহ ৪ সহযোগীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো, শিবচর উপজেলার নিখলী গ্রামের আক্কাস মাতুব্বরের ছেলে বায়েজিদ মাতুব্বর (২০), রাজৈর উপজেলার পশ্চিম সরমঙ্গল গ্রামের মোতালেব শেখের ছেলে পিয়াস জামান (২৩), সদরের রাজারচর এলাকার মজিবর রহমানের ছেলে শান্ত রহমান (২২), একই উপজেলার ব্রাহ্মদী গ্রামের মৃত বিশাই মোল্লার ছেলে রহমান মোল্ল¬া (৫০)।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: নূরুল ইসলাম বলেন, “হাসপাতালে ভিটটিম একটি মেয়ে গতকাল ভর্তি হয়েছে। সোমবার তার ডাক্তারী পরীক্ষা হবে।”
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বলেন, “আমরা অভিযুক্ত বায়েজিদসহ ৪ জনকে আটক করেছি এবং জিজ্ঞাসাবাদের পর সোমবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে । এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তার দাদী বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।”

এদিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিরপাড় গ্রামের ভগনাথ চক্রবর্তীর ছেলে তিন সন্তানের জনক ভুপেন্দ্র নাথ চক্রবর্তী ওরফে মরা (৫৫) শনিবার গভীর রাতে একই এলাকার ওই বিধবা এক নারীর ঘরে কৌশলে প্রবেশ করে ধর্ষনের চেষ্টা করে । ধর্ষনের চেষ্টাকালে ওই বিধবার ঠোঁট কামড়ে ক্ষতবিক্ষত করে । এসময় ওই বিধবা নারী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষনের চেষ্টাকারী পালিয়ে যায় । পরে স্থানীয়রা বিধবাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয় ।
বিধবা ওই নারী জানায়, ভুপেন্দ্র নাথ চক্রবর্তী ওরফে মরা আমাকে দীর্ঘদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিল । আজকে আমার সাথে যা করেছে । এ ধরনের কাজ যেন আর কারো সাথে না হয় । আমি এ ঘটনার বিচার চাই ।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষনের চেষ্টায় ব্যর্থ ওই ব্যক্তিকে আমরা রোববার সকালে আটক করেছি ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ

সর্বমোট ভিজিট করা হয়েছে

© All rights reserved © 2021

Design & Developed By : JM IT SOLUTION
error: Content is protected !!