মাদারীপুর প্রতিনিধি।মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসির স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে কালকিনি থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার সকালে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদী প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। জমি-জমা সংক্রান্ত বিরোধীদের জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বজনদের দাবি ।
কালকিনি পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানাগেছে, প্রবাসির স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসত ঘরের চালের উপর ইটপাটকেল ছুঁড়ে মাড়ে। এই ইটপাটকেলের শব্দে পাখি বেগম ঘুম ভেঙ্গে দরজা খুলে বাহিরের দিকে তাকায়। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা মিলে ঘরে ঢুকে ৪ বছরের শিশু সন্তানের সামনেই এলোপাতাড়ি ভাবে পাখি বেগমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়।
এব্যাপারে নিহতের শ্বাশুরী নাজমা বেগম কান্না জরিত কন্ঠে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার পুত্রবধুকে খুন করা হয়েছে। খুনের ঘটনার রাতে পলী বেগম তার বাড়িতে বসে ঢোলটগর পিটিয়ে নাচগান করেছে। যাতে করে খুনের ঘটনা যাতে কেউ টের না পায়। এছাড়া পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারের বিরুদ্ধে খুনের সঙ্গে জরিত থাকার অভিযোগ তুলেন তিনি।
এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা পাখির লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের মাদারীপুর মর্গে প্রেরন করেছি।